বুধবার, এপ্রিল ২৩Dedicate To Right News
Shadow

আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র গাজীপুরে রিকভারি মিলন মেলা অনুষ্ঠিত

Spread the love

নানা আয়োজনের মধ্য দিয়ে গাজীপুরের রাজেন্দ্রপুরের গজারিয়াপাড়ায় অবস্থিত ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের অঙ্গসহযোগী প্রতিষ্ঠান আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে রিকভারি মিলন মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রæয়ারি) সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এই রিকভারি মিলন মেলা অনুষ্ঠিত হয়।

ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিচালক (নিরোধ শিক্ষা, গবেষনা ও প্রকাশনা অধিশাখা) মো: মাসুদ হোসেন, পিপিএ। অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিযন্ত্রণ অধিদপ্তর গাজীপুরের সহকারী পরিচালক শাহিন মাহমুদ, গাজীপুর সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছবদের হাসান, ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহকারী পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. নায়লা পারভীন এবং সমাজসেবক আলহাজ্ব কফিল উদ্দিন জিহাদী।

এসময় বক্তারা বলেন- গত ২০ বছরে কেন্দ্রটি মাদকদ্রব্যের অপব্যবহারের ধ্বংসাত্মক প্রভাবের সঙ্গে লড়াইরত অগণিত ব্যক্তি এবং পরিবারের জন্য আলোর বাতিঘর হয়ে উঠেছে। আমাদের সামগ্রিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে শুধুমাত্র প্রয়োজনীয় যতœ ও চিকিৎসা সেবা প্রদান নয় বরং তাদের দক্ষতা উন্নয়নের জন্য শিক্ষা প্রদান করা হয়েছে।

বক্তারা আরও বলেন, এই কেন্দ্রটি তিন ধরনের রোগী যেমন মাদকদ্রব্য নির্ভরশীল, আচরণগত এবং মানসিক সমস্যাগ্রস্থ তাদের ৬ মাস ভিত্তিক চিকিৎসা সেবা প্রদান করে থাকে। এছাড়াও পূর্ণ মেয়াদ চিকিৎসা সম্পূর্নকারী ক্লায়েন্টরা পরবর্তিতে রিলেপ্স করলে রিভিউ ক্লায়েন্ট হিসাবে ৩ মাস ভিত্তিক চিকিৎসা সেবা গ্রহন করতে পারবে। যারা পূর্ণমেয়াদি চিকিৎসা গ্রহণ করে এখনও সুস্থ আছেন তারা সেন্টার থেকে বছরে সর্বোচ্চ ১২ দিন বিনামূল্যে থাকা, খাওয়া ও কাউন্সেলিং সেবা পাচ্ছেন। কেন্দ্রটি আধুনিক ও বিজ্ঞানসন্মত প্রক্রিয়ায় চিকিৎসা সেবা প্রদান করে থাকেন।

ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইক্লোজিস্ট রাখী গাঙ্গুলীর সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা আহ্ছানিয়া মিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী ও প্রায় শতাধীক রিকভারি ও তাদের অবিভাকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *