
রিয়েল এস্টেট খাতের উন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিয়েল এস্টেট ডিপার্টমেন্ট এবং এসটিএইচ গ্রুপের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) “রিয়েল এস্টেট প্রকল্পে বিনিয়োগে সচেতনতা বিকাশ” শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র অধ্যাপক ড. মো. রিদওয়ানুল হক।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক এফেয়ার্সের ডনি প্রফেসর ড. মোস্তফা কামালের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসটিএইচ গ্রুপের গ্রুপ সিইও সৈয়দ তেলায়েত হোসেন। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন দখিনা রিয়েল এস্টেট এর পরিচালক সৈয়দা সালওয়া আজম ও রিয়েল এস্টেট ডিপার্টমেন্টের প্রধান ড. আমির আহমেদ। সেমিনারে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে রাজউক, বুয়েট, হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, রিহ্যাভ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (এনএইচএ)-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।