বুধবার, এপ্রিল ২৩Dedicate To Right News
Shadow

আজ ঢাকায় প্রথম শূন্যনের ‘আত্মজয়’ নাটকের মঞ্চায়ন

Spread the love

‘আত্মজয়’ নামে নতুন নাটক মঞ্চে এনছে শূন্যন রেপার্টরি থিয়েটার। ঢাকার মঞ্চে নাটকটি প্রথম মঞ্চায়ন হবে আজ ২৭ ফেব্রুয়ারি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৬টা ৩০মিনিটে হবে এই মঞ্চায়ন। আগামীকাল একই মঞ্চে একই সময়ে নাটকটি মঞ্চায়ন হবে। নাটকটির প্রথম মঞ্চায়ন হয় গত ২২ ফেব্রুয়ারি রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে। এটি শূন্যন এর চতুর্থ প্রযোজনা। আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য সচেতনতার ওপর ভিত্তি করে নাটকটি রচনা করেছেন মোমেনা চৌধুরী। নির্দেশনায় শামীম সাগর। অভিনয়ে মোমেনা চৌধুরী, তাহমিনা সুলতানা মৌ, মুনিরা অবনী, রাফিউল রকি এবং তানভীর সানি। আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান, মঞ্চ পরিকল্পনায় প্রাণ রায়। সংগীত পরিকল্পনায় নির্ঝর চৌধুরী, পোশাক পরিকল্পনায় সামিউন জাহান দোলা, কোরিওগ্রাফিতে তাহমিনা সুলতানা মৌ, পোস্টার পরিকল্পনায় সাকিল সিদ্ধার্থ এবং শিল্প নির্দেশনায় শাহনেওয়াজ কাকলী।

নাটকটির নাট্যকার ও অভিনেত্রী মোমেনা চৌধুরী বলেন,“থিয়েটার আমার কাছে শুধুই বিনোদন নয়, এটি সমাজের দর্পণ, ভাবনার খোরাক, এবং পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। আমি সবসময় সমাজের সমসাময়িক এবং জরুরি বিষয়গুলো নিয়ে কাজ করতে পছন্দ করি। সাম্প্রতিক সময়ে আত্মহত্যার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে, বিশেষ করে তরুণ সমাজে। এর অন্তর্গত বিষয় খুঁজতেই ‘আত্মজয়’ রচনার প্রয়াস। নাটকের বার্তা হলো অন্ধকার যত গভীরই হোক, আশার আলো সবসময় থাকে। এই নাটকের রহস্যময় চরিত্রটিও দর্শকের মনে এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরির প্রয়াস চালায়, যেখানে আত্মহত্যার বিপরীতে আত্মজয়কে তুলে ধরা হয়েছে।”

নির্দেশক শামীম সাগর বলেন, “আত্মহত্যা প্রবণতা একটি জটিল সামাজিক ও মানসিক বিষয়, যা বিভিন্ন সমাজ ও দর্শনে ভিন্নভাবে বিবেচিত হয়েছে। আধুনিক মনোবিজ্ঞানের মতে, এটি একটি সাময়িক সংকট, যা প্রতিরোধযোগ্য। সাংস্কৃতিক মাধ্যমে সচেতনতা তৈরি করে আমরা এ ধরনের সংকট মোকাবিলার পথ দেখাতে পারি, এবং সেই চেষ্টাই রয়েছে ‘আত্মজয়’-এ।“

সাম্প্রতিক বছরগুলোতে তরুণদের মধ্যে আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে। সামাজিক চাপ, সম্পর্কের টানাপোড়েন, শিক্ষা ও পেশাগত ব্যর্থতা, আর্থিক সংকট এবং পারিবারিক মতানৈক্য-এসব কারণ মানসিক চাপকে তীব্রতর করে তোলে। তবে আত্মহত্যা প্রতিরোধ সম্ভব, যদি আমরা একে অপরের পাশে দাঁড়াই এবং মানসিক সহায়তা প্রদান করি। এই বার্তাই তুলে ধরবে ‘আত্মজয়’ নাটকটি। থিয়েটারের শক্তিশালী মাধ্যমকে ব্যবহার করে এটি যুবসমাজের মধ্যে আশার আলো জাগাতে, আত্মবিশ্বাস বাড়াতে এবং জীবনকে ইতিবাচকভাবে গ্রহণ করতে উদ্বুদ্ধ করবে বলে আশাবাদী নির্দেশক ও কলাকুশলীরা।

নাটকটির গল্প দ্বীপ ও মমতাজ নামে দুটি প্রধান চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়। যারা জীবনের কঠিন বাস্তবতার কাছে পরাজিত হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। একটি নির্জন স্থানে যখন তারা নিজেদের জীবনের ইতি টানার জন্য প্রতি, তখন এক রহস্যময় ব্যক্তির আবির্ভাব হয়। এই ব্যক্তির উপস্থিতিতে দ্বীপ ও মমতাজ তাদের জীবনের নানা দুঃখ-কষ্ট ও হতাশার কথা শেয়ার করে। কথোপকথনের মাধ্যমে ধীরে ধীরে তারা উপলব্ধি করে, জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান এবং প্রতিটি সংকটকেই জয় করা সম্ভব যদি আমরা নিজের প্রতি বিশ্বাস রাখি। নাটকটি দর্শকদের মধ্যে আত্মপ্রত্যয় ও জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করবে।

২০১১ সালে খ্যাতনামা মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী মোমেনা চৌধুরীর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় শূন্যন রেপার্টরি থিয়েটার। শূন্যনের পূর্ববর্তী প্রযোজনা ‘লালজমিন’, ‘মৃত্যু মৃত্যু খেলা’ এবং ‘রঙিন চরকি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *