শনিবার, এপ্রিল ২৬Dedicate To Right News
Shadow

“রেভেনিউ কর্মকর্তাদের নেগোশিয়েশন দক্ষতা বৃদ্ধির” জন্য বিয়াকের প্রশিক্ষণ কর্মসূচি

Spread the love

বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) সম্প্রতি “রেভেনিউ কর্মকর্তাদের নেগোশিয়েশন দক্ষতা বৃদ্ধির” জন্য একটি বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছিল।

এই কর্মসূচিতে রেভেনিউ-সংক্রান্ত বিরোধ আইন সঙ্গতভাবে সমঝোতার মাধমে নিস্পত্তি, রেভেনিউ চ্যালেঞ্জ মোকাবিলা, আর্থিক ব্যবস্থাপনা উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি সহ, আর্থিক খাতে ক্যারিয়ার অগ্রগতির বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে ২টি পর্বে ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ছিলেন প্রতিরক্ষা পরিদপ্তর, ব্যাংক, ফিনানশিয়াল প্রতিষ্ঠান, শীর্ষ বাণিজ্য সংস্থার এবং সরকারি প্রতিষ্ঠান এর শীর্ষ কর্মকর্তাগণ এবং আইনি বিশেষজ্ঞগণ। প্রশিক্ষণটি পরিচালনা করেন ব্যারিস্টার খন্দকার এম. এস. কাওসার।

প্রশিক্ষণে বিরোধ নিষ্পত্তির মূল ধাপ, সমঝোতা কৌশল এবং বিশেষ পদ্ধতিগুলোর ব্যবহার শেখানো হয়। এছাড়া, হার্ভার্ডের ইন্টিগ্রেটিভ নেগোশিয়েশন পদ্ধতিসহ আরো প্রয়োজনীয় কৌশল শেখানো হয় যা উভয়পক্ষের জন্য লাভজনক সমাধান খোঁজার উপায়, বাস্তব প্রয়োগসহ অন্যান্য বিভিন্ন দক্ষতা শেখানো হয়।

প্রশিক্ষণে কাস্টমস, ভ্যাট এবং কর সংক্রান্ত আইন প্রয়োগ করে কিভাবে রাজস্ব সংক্রান্ত বিরোধ সমঝোতার মাধমে নিস্পত্তি করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচির শেষে বিয়াকের সিইও কে এ এম মাজেদুর রহমান অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন। সমাপনী বক্তব্যে তিনি অর্জিত দক্ষতা ব্যবহার করে প্রতিষ্ঠানের উন্নয়ন, উৎপাদনশীলতা বাড়ানো এবং আইনসম্মত কার্যপ্রণালী উন্নত করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *