শনিবার, মার্চ ২২Dedicate To Right News
Shadow

ঈদে বাটা স্টারলাইট কালেকশন

Spread the love

ঈদ উৎসবকে আরও জমজমাট করে তুলতে চলে এসেছে শীর্ষ ফুটওয়্যার ব্র্যান্ড বাটা’র নতুন কালেকশন – স্টারলাইট! অনন্য এই কালেকশন আপনার বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি, ঈদের আনন্দকেও বহুগুণ বাড়িয়ে তুলবে। আপনার রুচি ক্ল্যাসিক বা আধুনিক – যেমনই হোক না কেন, বাটা’র নতুন এই কালেকশন আপনার প্রতিটি মুহূর্তকে আরও বেশি আনন্দদায়ক ও আত্মবিশ্বাসী করে তুলবে।

বাটা স্টারলাইট কালেকশনে দৃষ্টিনন্দন ও নতুন সব ডিজাইন রয়েছে; যা আপনার সৌন্দর্য ও স্বাচ্ছন্দ্য দুটিই নিশ্চিত করবে। নারীদের জন্য রয়েছে ক্রিস্টাল ট্রেন্ডিং হিল থেকে শুরু করে আধুনিক আপারের আরামদায়ক স্যান্ডেল। পাশাপাশি, পুরুষদের জন্যও থাকছে নানা রকমের ড্রেস শু, মোকাসিন, সামার স্যান্ডেল ও গরমকালের উপযোগী অন্যান্য ফ্যাশনেবল জুতো। পুরুষদের জন্য বিশেষ এক্সক্লুসিভ লেদার রেঞ্জ ঈদের উদযাপনকে আরও বহুগুণ বাড়িয়ে তুলবে। আপনার ঈদের স্টাইলকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারবে এমন সব জুতার সংগ্রহই রয়েছে স্টারলাইট কালেকশনে।

সকলের সাধ্যের মধ্যে কিছু না কিছু রাখার চেষ্টা করে বাটা। তাই স্টারলাইট কালেকশনে পুরুষদের জুতার দাম থাকছে ৪৯৯ টাকা থেকে ১৬,৯৯৯ টাকার মধ্যে, নারীদের জুতার দাম ৪৯৯ টাকা থেকে ৫,৯৯৯ টাকার মধ্যে, এবং শিশুদের জুতার দাম থাকছে মাত্র ৪৯৯ টাকা থেকে ৩,৯৯৯ টাকার মধ্যে। বিভিন্ন ব্যাংকের কার্ড ও মোবাইল ওয়ালেটের মাধ্যমে কেনাকাটার ক্ষেত্রে ক্রেতাদের জন্য বিশেষ ক্যাশব্যাক ও কুপন সুবিধাও দিচ্ছে বাটা।

বাটা রেড লেবেল, বাটা কমফিট, পাওয়ার, নর্থ স্টার, ওয়েনব্রেইনার, বাবলগামারস, হাশ-পাপিস এবং সোল এর মতো ব্র্যান্ডের আইকনিক ঈদ কালেকশনের সাথে, এই ঈদে আপনি পাচ্ছেন সেরা মান ও স্টাইল। বাটার প্রতিটি জুতাই সেরা ডিজাইন, উন্নত উপকরণ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয়, যা সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য ও স্থায়িত্ব নিশ্চিত করে। মেমোরি ফোম, অর্থোলাইট কুশনিং, লাইটওয়েট ফিচারের লাইফ অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য সহ ট্রেন্ডি সব জুতো নিয়ে এসেছে বাটা। তাই ঈদের নামাজ কিংবা পরিবারের সাথে কোথাও দাওয়াত খেতে যাওয়া; অথবা বন্ধুদের সাথে আনন্দের সন্ধ্যা উদযাপনে বাটা’র স্টারলাইট কালেকশনের এই আরামদায়ক ও স্টাইলিশ জুতো আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে, আর আপনার ব্যক্তিত্বকে দেবে অনন্য মাত্রা।

আড়াই হাজারের বেশি ডিজাইনের জুতোর পাশাপাশি ঈদকে সামনে রেখে বর্তমানে আরো ১ হাজারেরও বেশি নতুন ডিজাইনের জুতো যোগ হয়েছে বাটার অনলাইন প্ল্যাটফর্মে। অনলাইন ক্রেতাদের বাড়তি সুবিধা দিতে এখন Batabd.com-এ সাপ্তাহিক ফ্ল্যাশ ডিল ও ফ্রি শিপিং অফার থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *