শনিবার, মার্চ ২২Dedicate To Right News
Shadow

ফ্যামিলি ডে-২০২৫ উদযাপন করলো বিআইজেএফ

Spread the love
সারাদিন বর্ণিল সব আয়োজনে বিআইজেএফ ‘ফ্যামিলি ডে-২০২৫’ উদযাপন করেছে তথ্যপ্রযুক্তি ও টেলিকম খাতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সরকারি তালিকাভুক্ত পেশাজীবী সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)।
দুই-তৃতীয়াংশের বেশি সদস্যের উপস্থিতিতে গাজীপুরের পূবাইল সোশিও-কালচারাল সেন্টারের রিসোর্ট প্রাঙ্গন হয়ে ওঠে উৎসবমুখর। সদস্য পরিবারের শিশু-কিশোর আনন্দ উল্লাসে আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
ছেলেদের জন্য ঝুড়িতে বল নিক্ষেপ, ক্রিকেট স্ট্যাম্পে বল নিক্ষেপ, ছোট ও বড় বাচ্চাদের চকলেট কুড়ানো, নারীদের পিলো পাসিং ও ঝুড়িতে বল নিক্ষেপে অংশ নেন আগ্রহীরা। সদস্যরা পরিবার নিয়ে বিলে বোট রাইডিং করেন। বিকেলে ছিল পিঠার আয়োজন। সান্ধ্য আয়োজনে আকর্ষণীয় র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে পরিসমাপ্তি হয় দিনব্যাপী উদযাপন।
বিআইজেএফ সদস্যদের বার্ষিক পারিবারিক মিলনমেলায় উৎসাহ দিয়েছেন আইসিটি ও বাণিজ্যিক সংগঠনের নেতারা। বাক্বো’র সভাপতি তানভীর ইব্রাহিম ও যুগ্ম সাধারণ সম্পাদক মুসনাদ ই আহমেদ, চালডাল ডটকমের প্রধান পরিচালন কর্মকর্তা জিয়া আশরাফ, ই-ক্যাবের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মো. সাহাব উদ্দিন শিপন, রিয়েলমি ব্র্যান্ডের পাবলিক রিলেশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শাহেদ মোরশেদ জায়গীরদার, শাওমি ব্র্যান্ডের পাবলিক রিলেশন সমন্বয়ক রুমি মেহেদী হাসান, স্মার্ট টেকনোলজিসের এজিএম মো. মাহফুজুর রহমান ও গিগাবাইট বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান মিলনমেলায় অংশ নেন। অতিথিরা জানান, সবুজ ও গ্রাম্য পরিবেশে আইসিটি সাংবাদিক পরিবারের নিয়ে এমন উদ্যোগের আড্ডা-গল্পে ইন্ডাস্ট্রির আন্তঃযোগাযোগ সুদৃঢ় হয়।
বিআইজেএফ সাধারণ সম্পাদক সাব্বিন হাসান আয়োজনের উদ্বোধন করে স্বাগত বক্তব্য দেন। সমাপনী বক্তব্য দেন সভাপতি হিটলার এ. হালিম। সংগঠনের সহ-সভাপতি ভূঁইয়া ইনাম লেনিন, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তুষার, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম শান্ত, প্রকাশনা ও গবেষণা সম্পাদক মাহবুবুর রহমান ও নির্বাহী সদস্য এনামুল করিম কার্যক্রমে অংশ নেন।
সার্বিক সহযোগিতায় অংশ নেয় ভিভো, শাওমি, অপো, ই-জেনারেশন, স্মার্ট টেকনোলজিস, সিম্ফোনি, গিগাবাইট, টেকনো, ইনফিনিক্স, স্কাইটেক, রিয়েলমি, গ্লোবাল ব্র্যান্ড, স্পেকট্রাম, আইটেল, আইএসপিএবি, বাক্বো, বেসিস, ওপাস কমিউনিকেশন, ইরা ইনফোটেক, অ্যাডফিনিক্স, রেডডেটা, ইউমিডিজি, ফুডপান্ডা, ড্যাফোডিল ইউনিভার্সিটি, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম, ওয়ালটন ল্যাপটপ, প্রাইডসিস আইটি, স্টারটেক, ব্যাকপেজ পিআর, আয়আল কর্প লিমিটেড, ইউসিসি, বাংলাদেশ ওমেন ইন টেকনোলজি, প্রিয়শপ, ঢাকা রিজেন্সি, বাইনারি লজিক, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ, কমসিটি, আস্ক টেলিকম ও চালডাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *