বুধবার, এপ্রিল ২৩Dedicate To Right News
Shadow

তৈনগাঙ থিয়েটার এর ২য় বর্ষপূর্তি উদযাপন

Spread the love

২য় বর্ষপূর্তি উপলক্ষে তৈনগাঙ থিয়েটার মঞ্চে এনেছে নতুন নাটক “জরম লাড়াই”। পাশাপাশি আয়োজন করেছে ” সুখেন তঞ্চঙ্গ্যা স্মৃতি সম্মাননা ২০২৫” এর। অনুষ্ঠানটি ২৮ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ৫ টায় রাঙ্গামাটির ঝগড়াবিল খিপ্যাপাড়া তঞ্চঙ্গ্যা ছাত্রাবাসে অনুষ্ঠিত হয়। “সুখেন তঞ্চঙ্গ্যা স্মৃতি সম্মাননা ২০২৫” নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনে অবদানের জন্য শ্রী আদি চন্দ্র তঞ্চঙ্গ্যা-কে প্রদান করা হয়। এবং শ্রী দেবেন্দ্রলাল তঞ্চঙ্গ্যা-কে নাট্য অঙ্গনে অবদানের জন্য (মরণোত্তর) সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান শেষে “তৈনগাঙ থিয়েটার” এর ৪র্থ প্রযোজনা “জরম লাড়াই” মঞ্চস্থ হয়। নাটকটি রচনা করেছেন রন্ত কুমার তঞ্চঙ্গ্যা এবং নির্দেশনা দিয়েছেন আশিক সুমন। অভিনয় করেছেন- সুবিতা তঞ্চঙ্গ্যা, বিশাল তঞ্চঙ্গ্যা, প্রদীপ্ত তঞ্চঙ্গ্য, পূর্ণালী তঞ্চঙ্গ্যা এষা এবং রন্ত কুমার তঞ্চঙ্গ্যা।

সম্মাননা ও নাট্য সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকমা সার্কেল চিফ দেবাশীষ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ এর সম্মানিত সদস্য রাঙাবি তঞ্চঙ্গ্যা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এর পরিচালক রুনেল চাকমা, বনবিভাগ কর্মকর্তা রত্না তঞ্চঙ্গ্যা, গতি থিয়েটার ঢাকা এর সভাপতি মনি পাহাড়ীসহ রাঙ্গামাটির নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার সভাপতি বিশ্বজিৎ তঞ্চঙ্গ্যা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জগদীশ তঞ্চঙ্গ্যা ও সুবর্না তঞ্চঙ্গ্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *