বুধবার, এপ্রিল ২৩Dedicate To Right News
Shadow

পিরোজপুরে গাছ থেকে পেরেক অপসারণ কর্মসূচির উদ্বোধন

Spread the love

পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও গাছের সুরক্ষা নিশ্চিতকল্পে পিরোজপুর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে “গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচি” আজ সকালে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন- ‘একটাই পৃথিবী একটাই জীবন, উদ্ভিদ আমাদের সবচেয়ে আপন।

বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু প্রমাণ করেছেন গাছেরও প্রাণ আছে। গাছে অজস্র পেরেক বা বিজ্ঞাপন লাগানোর মাধ্যমে গাছকে যেভাবে আহত ও ক্ষতিগ্রস্ত করা হচ্ছে তা অত্যন্ত অমানবিক। গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ আমরা অনেক সময় অসচেতনভাবে গাছের গায়ে পেরেক ঠুকে বিজ্ঞাপন লাগাই বা ক্ষতি করি। এটি শুধু গাছের জন্য ক্ষতিকর নয়, বরং পরিবেশের জন্যও হুমকিস্বরূপ। এজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং গাছ সংরক্ষণের জন্য এগিয়ে আসতে হবে। ভবিষ্যতেও এমন উদ্যোগ গ্রহণের মাধ্যমে শহরকে সবুজ, দূষণমুক্ত এবং পরিবেশবান্ধব হিসাবে গড়ে তোলা সম্ভব।’

সামাজিক বন বাগেরহাটের বিভাগীয় কর্মকর্তা জিএম রফিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *