
- লিটন আব্বাস
ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে কুমারখালী পাবলিক লাইব্রেরি দোতলায় কুমারখালী খোকসার কবিদের সম্মানে ইফতার মাহফিল গতকাল ৮ মার্চ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
ফোরামের সভাপতি আশিকুল ইসলাম চপলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লেখক সোহেল আমিন বাবু, বিশেষ অতিথি ছিলেন খোকসা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান কবি ওয়াজেদ বাঙালি, কবি মেহেদী হাসান টিটু, কবি ও বাচিকশিল্পী আনোয়ার কবির বকুল। কবি ও লেখক মাহমুদ শরীফের সঞ্চালনায় দুইউপজেলার ত্রিশের অধিক কবিরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দুয়া পরিচালনা করেন কবি ও মাওলানা মিজানুর রহমান। পবিত্র রমাদানের ওপর কবিতা পাঠ করেন কবি রহমান আজিজ।
কবি মুরাদ জোয়ার্দার তাঁর কাব্যগ্রন্থ “তিনটাকায় একটা কবিতা”, কবি ও লেখক সোহেল আমিন বাবু তাঁর ইতিহাসাশ্রিত ঔপন্যাস ” মিয়াজান এবং কবি রোমেছা খাতুনের কাব্যগ্রন্থ “হৎনগরের মাঝে” গ্রন্থগুলি লেখকগণ উপহার দেন ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপলকে।