
এবার মাহে রমজান শুরু হচ্ছে ফাগুনের মাঝামাঝি এবং শেষ হচ্ছে গ্রীষ্মের প্রথমে। তাই এবার ফ্যাশন প্রেমীদের জন্য পোশাক নির্বাচন একটা ভাবনা-চিন্তার বিষয় বটে। কারণ বাতাসে যেমন বসন্তের আবহ থাকবে তেমনি গ্রীষ্মের তাপমাত্রার কথাও মাথায় রাখতে হবে পোশাক নির্বাচনে। বসন্তে প্রকৃতি সেজে ওঠে রঙের উৎসবে, আর সেই আনন্দে যোগ দিতে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ‘সাতকাহন’ এবার নিয়ে এসেছে তাদের বিশেষ ঈদ কালেকশন ২০২৫। ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে তৈরি এই নতুন সংগ্রহে থাকছে বসন্তের উচ্ছ্বাস, ভালোবাসার রঙ, আরামদায়ক ফেব্রিক্স ও নান্দনিক ডিজাইনের সমন্বয়। ‘সাতকাহন’র কালেকশনে এবার উজ্জ্বল রঙের দৃষ্টিনন্দন সংমিশ্রণ করা হয়েছে। ডিজাইনগুলোতে দেশীয় কারিগরদের শিল্পকর্ম ফুটিয়ে তোলা হয়েছে, যা ফ্যাশনপ্রেমীদের মন জয় করবে।
‘সাতকাহন’র ঈদ কালেকশনকে দু’টি ঋতুর ভিন্নতা এবং সংযোগের কথা মাথায় রেখে বিশেষভাবে সাজানো হয়েছে বাহারি রঙ, নকশা ও ট্রেন্ডি ডিজাইনের মাধ্যমে, যেখানে ফুটে উঠেছে বাংলার ঐতিহ্য। এবারের ঈদ সংগ্রহের শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার, কামিজ ও কুর্তিগুলো পাওয়া যাচ্ছে সাতকাহন’র তিনটা আউটলেট ও অনলাইনে।
উল্লেখ্য, সাতকাহন ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত বিশ্বস্ততার সাথে কাজ করছে। ঢাকায় সাতকাহনের রয়েছে তিনটি আউটলেট : ৫৬ গরিবে নেওয়াজ এভিনিউ, ২য় তলা, সেক্টর : ১৩, উত্তরা। ৬৬, লেভেল : ৪, ব্লক : ডি, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, আলামিন সেন্টার (গ্রাউন্ড ফ্লোর)। ৪০, সোনারগাঁও জনপদ রোড, সেক্টর : ১১, উত্তরা, ঢাকা : ১২৩০।
এসব শোরুম ছাড়াও ক্রেতারা আমাদের পেজ হতে অর্ডার করে ঢাকার ভেতরে হোম ডেলিভারি পেতে পারেন। ঢাকার বাইরে সারা দেশে কুরিয়ারের মাধ্যমেও অর্ডারকৃত পণ্য হোম ডেলিভারি পাবেন। যোগাযোগ : ০১৭১৭৪৬৬৮৯৬, ফেসবুক পেজ : www.facebook.com/ShatkahonSharee