বুধবার, এপ্রিল ২৩Dedicate To Right News
Shadow

‘ই-সিগারেট আমদানি নিষিদ্ধ: বাস্তবায়নের করণীয়’ শীর্ষক কর্মশালা

Spread the love

বাংলাদেশ সরকার ইতোমধ্যেই প্রজ্ঞাপন জারির মাধ্যমে ই-সিগারেট, ভ্যাপ সহ সব ধরনের নিকোটিন ডেলিভারি সিস্টেম সংশ্লিষ্ট সকল পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তবে এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা মনে করেন, শুল্ক ও কাস্টমস নজরদারি বৃদ্ধি, বাজার মনিটরিং শক্তিশালীকরণ, অনলাইন প্ল্যাটফর্মে ই-সিগারেট সংক্রান্ত সকল কন্টেন্ট ও বিক্রয় চ্যানেল ব্লক করা, এবং জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি তামাক কোম্পানির কৌশল মোকাবিলায় কঠোর নীতি গ্রহণ করতে হবে। এ বিষয়ে করণীয় নির্ধারণের লক্ষ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল (টিসিআরসি) গতকাল ১০ই মার্চ (সোমবার) রাজধানীর প্লাটিনাম গ্র্যান্ড হোটেলে “ই-সিগারেট আমদানি নিষিদ্ধ: বাস্তবায়নে করণীয়” শীর্ষক এক কর্মশালার আয়োজন করে।

টিসিআরসি এর সভাপতি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এর মহাপরিচালক (যুগ্ম সচিব) মোঃ আখতারুজ্জামান। এছাড়াও বিশেষজ্ঞ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভাইটাল স্ট্রাটেজিস এর সিনিয়র কারিগরি পরামর্শক সৈয়দ মাহাবুবুল আলম, ভাইটাল স্ট্রাটেজিস এর কারিগরি পরামর্শক আমিনুল ইসলাম সুজন, পাবলিক হেলথ ল’ইয়ার’স নেটওয়ার্ক সেক্রেটারি ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি ব্যারিষ্টার নিশাত মাহমুদ, এইড ফাউন্ডেশনের প্রজেক্ট ডিরেক্টর শাগুফতা সুলতানা, ডাস্ এর উপদেষ্টা আমিনুল ইসলাম বকুল, একাত্তর টিভির বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা। উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন টিসিআরসি এর সহযোগী অধ্যাপক ও সদস্য সচিব মোঃ বজলুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিসিআরসি এর প্রজেক্ট কোঅর্ডিনেটর ফারহানা জামান লিজা।

কর্মশালায় বক্তারা বলেন, তামাক কোম্পানির প্রচার-প্রচারণা, আইনি বাধা ও সরকারের উচ্চ পর্যায়ে লবিং কার্যক্রম বন্ধ করতে হলে নীতিনির্ধারকদের আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি, সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করা, এবং অবৈধ আমদানি প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন তারা।

মূল প্রবন্ধে ফারহানা জামান লিজা বলেন, গবেষণায় দেখা গেছে ই-সিগারেট সাধারণ সিগারেটের থেকে বেশি ক্ষতিকর। সিগারেটে যে সকল ক্ষতিকর রাসায়নিক আছে, তার প্রায় সবগুলোই ই-সিগারেটেও বিদ্যমান। বাংলাদেশে ইতিমধ্যেই ই-সিগারেটের ব্যাপক প্রচারণা লক্ষ করা যাচ্ছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ই-সিগারেটের বিক্রয়কেন্দ্র গড়ে উঠতে দেখা গেছে। এমনকি স্কুলের বাচ্চাদের ব্যাগেও ই-সিগারেট পাওয়ার খবর ইতিমধ্যেই বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। এটা স্পষ্ট হয়ে গেছে যে, নতুন এই ট্রেন্ডি পণ্যটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে হুমকির মুখে ফেলছে। তরুণ প্রজন্ম এই নতুন নেশায় আকৃষ্ট হয়ে মৃত্যুর পথে ধাবিত হচ্ছে। তামাক কোম্পানি হার্ম রিডাকশন বলে যে তথ্য প্রচার করছে তা সম্পূর্ণ মিথ্যাচার। পৃথিবীর ১৩২টি দেশে ই-সিগারেট নিষিদ্ধ ও নিয়ন্ত্রণ হয়েছে। ই-সিগারেটের ভয়ঙ্কর পরিণতি উপলব্ধি করে গত ১ জানুয়ারি ২০২৫ বাংলাদেশ সরকার ই-সিগারেট ও সংশ্লিষ্ট সকল পণ্যের আমদানি নিষিদ্ধ করেছে।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আখতারুজ্জামান বলেন, তামাক কোম্পানি ই-সিগারেট বা ভেপকে তামাক/সিগারেট ছাড়ার উপকরণ বলে যে প্রচারণা চালাচ্ছে, তা এক ধনণের মিথ্যাচার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি বা তামাক ছাড়ার উপকরণের যে তালিকা আছে, সেখানে ই-সিগারেট বা ভেপ নেই। বরং ই-সিগারেট নতুন নেশা তৈরি করে এবং ব্যবহারকারী সিগারেট ও ই-সিগারেট দুটোতেই আসক্ত হয়ে পড়ে। যারা এই ধরনের পণ্যের ব্যবসা করছেন তাদের উচিৎ অন্য কোন ভালো ব্যবসা করা যা জনস্বাস্থ্যের জন্য হুমকি না হয়ে বরং জনকল্যাণে কাজে লাগবে।

বিশেষজ্ঞের বক্তব্যে সৈয়দ মাহবুবুল আলম বলেন, বাংলাদেশে যেহেতু ই-সিগারেট এবং সংশ্লিস্ট সকল পণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে, সুতরাং ই-সিগারেটের বিক্রয় এবং ব্যবহারও শাস্তিযোগ্য অপরাধ, সুতরাং এগুলোর বিক্রয় নিয়ন্ত্রণ করা উচিৎ। পাশাপাশি দেশে যে ভ্যাপিং ক্লাবগুলো গড়ে উঠেছে, সেগুলো অবিলম্বে বন্ধ করা উচিৎ।

সভাপতির বক্তব্যে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, দেশে ই-সিগারেটের আমদানি নিষিদ্ধের যে আদেশ হয়েছে তাকে সাধুবাদ জানাই। যেহেতু এখন আর ই-সিগারেট আমদানি করা যাবে না, সুতরাং যারা বিক্রয় করছে তাদের সেনসিটাইজ করতে হবে। পাশাপাশি অনলাইনে বিক্রয় ও প্রচারও বন্ধ করতে হবে।

কর্মশালায় তামাক নিয়ন্ত্রণে কর্মকত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বিশেষজ্ঞ চিকিৎসক, আইনজীবি, সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *