
বাংলাদেশে নতুন স্মার্টফোন ব্র্যান্ড ইউমিডিজি বাংলাদেশের বাজারে উন্মোচন করল ‘জি-নাইন’ ফাইভজি মডেল। সময়োপযোগী প্রযুক্তি ও ডিজাইনের বৈচিত্র্য সংমিশ্রণে তৈরি মডেলটি দামে সাশ্রয়ী ও ভোক্তাবান্ধব। দাম ১৪ হাজার ৯৯০ টাকা।
গতিশীল পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও মানোন্নত ক্যামেরা প্রযুক্তি রয়েছে মডেলে। গ্রাহককে প্রতিদিনের স্মার্টফোন অভিজ্ঞতাকে সাশ্রয়ী, সহজ ও গতিশীল করবে। বাজেটবান্ধব ফিচারে ফাইভজি ঘরানার মডেলটি মধ্যবিত্তের সাধ ও সাধ্যকে পরিপূর্ণতা দেবে বলে নির্মাতারা জানান।
জানা গেছে, ফাইভজি সমর্থন করবে ‘জি-নাইন’ মডেল। ফাইভজি ঘরানার মডেলে আছে ১২ জিবি র্যাম (৬ জিবি ভার্চুয়াল র্যাম) ও ১২৮ জিবি স্টোরেজ অ্যান্ড্রয়েড ১৪ সংস্করণ, স্লিম ডিজাইন (৭.৯ মিমি), ব্যাটারি ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার, ফাস্ট চার্জার ও ৯০ হার্টজ ডিসপ্লে। বিশেষ ফিচারে থাকবে এআই ক্যামেরা।
ব্র্যান্ডের অন্য তিনটি মডেল যথাক্রমে জি-নাইন সিরিজের সি, টি এবং জি-নাইন-এ মডেল।
ইউমিডিজির ব্যবস্থাপনা পরিচালক ঝোউ বলেন, স্মার্টফোন ডিজাইনে আমরা দাম ও ফিচারে বিশেষ গুরুত্ব দিয়েছি, যা মধ্যম বাজেটের গ্রাহকের চাহিদা ও প্রত্যাশা পূরণ করবে। ঈদুল ফিতরের আগেই মডেলটি গ্রাহকের হাতে পৌঁছে দিতে পারায়, মডেলটি অনেকের ঈদ উপহারের অংশ হতে পারবে।
ইউমিডিজি মূল লক্ষই হচ্ছে গ্রাহকদের জন্য বাজেটবান্ধব দামে অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টফোন সরবরাহ করা। ‘জি-নাইন ফাইভজি’ মডেলের মাধ্যমে আমরা সেই যাত্রা শুরু করলাম। এখন থেকে G9-5G স্মার্টফোনটি দেশের সব নিকটস্থ মোবাইল আউটলেটে পাওয়া যাচ্ছে।
ইউমিডিজি ব্র্যান্ডের গ্রাহককে সব ধরনের পরিষেবা দিতে সারাদেশে সার্ভিস সেন্টার ও কালেকশন পয়েন্ট কাজ করবে।