বুধবার, এপ্রিল ২৩Dedicate To Right News
Shadow

দীপ্ত টিভিতে ঈদুল ফিতরে তিন বাংলা সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার শো

Spread the love

ঈদের দ্বিতীয় দিন দুপুর ১টায় প্রচারিত হবে রায়হান রাফির পরিচালনায় বাংলা সিনেমা তুফান (ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার)। তুফান ২০২৪ সালের বাংলাদেশী ক্রাইম থ্রিলার চলচ্চিত্র। অভিনয় করেছেন শাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন সকাল ৯টায় প্রচারিত হবে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এর পরিচালনায় বাংলা সিনেমা ওমর (ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার)। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, নাসির উদ্দিন খান ও দর্শনা বণিক ।

ওমর ২০২৪ সালের বাংলা ভাষার বাংলাদেশী অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। ছবির গল্প মূলত একটি দুর্ঘটনা ও তার প্রভাব নিয়ে। বড় মির্জার ছেলে ছোট মির্জা দুর্ঘটনাক্রমে খুন হয়। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল দুই ব্যক্তি-ওমর (শরিফুল রাজ) ও বদি (নাসির উদ্দিন খান)। এই মৃত্যুর জন্য একে অপরকে দায়ী করে তারা। ওমর দাবি করে বদির কারণেই ছোট মির্জার মৃত্যু হয়েছে, অন্যদিকে বদি বলে এর জন্য দায়ী ওমর। কিন্তু তারা বুঝতে পারে, যার কারণেই মৃত্যু হোক না কেন- বড় মির্জা যদি এ ঘটনা জানতে পারে, তাহলে দুজনকেই হত্যা করবে। পরে নিজেদের বাঁচাতে তারা লাশ লুকানোর পরিকল্পনা করে। কিন্তু তারা কি সফল হবে?

ঈদের প্রথম দিন সকাল ৯টায় প্রচারিত হবে ফুয়াদ চৌধুরীর পরিচালনায় বাংলা সিনেমা মেঘনা কন্যা (ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার)। অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সেমন্তি দাস সৌমি, সাজ্জাদ হোসেইন ও কাজী নওশাবা আহমেদসহ আরো অনেকে প্রমুখ।

চারপাশ ঘেরা মেঘনা নদী ঠিক তার মাঝখানে, ছোট্ট একটা দ্বীপের মতো গ্রাম উলানিয়া। শহুরের মেয়ে প্রজ্ঞা এসেছে এই গ্রামে। মনের ভেতর তার মনভাঙার মেঘ, চোখের তারায় মেজাজ হারিয়ে ফেলার ঝিলিক। নাহ, তার একদমই এসব গ্রাম-ট্রাম ভালো লাগছে না। কদিন পরেই তার ক্যাম্পাসে আছে অনুষ্ঠান; সেখানে নাচতে চায়…যদিও তার বয়ফ্রেন্ড ব্যাপারটা ভালো চোখে দেখেনি; তাই বয়ফ্রেন্ডের সাথে একেবারের কাটাকুটি!

একদিকে ব্রেকআপ, অন্যদিকে গ্রামের নতুন পরিস্থিতিতে খাপ-না-খাওয়ানোয় শহরে ফিরতে চায় প্রজ্ঞা; কিন্তু তখনই সে মুখোমুখি হয় গ্রামের সবচেয়ে পুরনো এক ভবনের। কয়েক শ বছর আগে মগরা যখন আক্রমণ চালাতো উলানিয়ায়; সেই আক্রমণ প্রতিহত করতে এই ভবন থেকে ছোঁড়া হতো কামানের গোলা। কিন্তু তারচেয়েও বড় কথা হলো…ভবনের মধ্যে প্রজ্ঞা খুঁজে পেলো টেরাকোটা। সেই টেরাকোটায় কী যে সুন্দর ডান্সের ফর্ম! গ্রামে এমন নাচ নাকি নাচতে পারত একজনই নাম তার হাসি (কাজী নওশাবা )!
শুরু হয় প্রজ্ঞার নতুন এক খোঁজ- কোথায় এই হাসি? গ্রামে বন্ধ কেন নাচ-গান? প্রজ্ঞার এই খোঁজ যুক্ত হয় নায়ক আবিদ।

এছাড়াও থাকছে ঈদের দিন দুপুর ১টায় থাকছে বাংলা সিনেমা: শিকারী, পরিচালনায়: জয়দ্বীপ মুখার্জী, অভিনয়: শাকিব খান, শ্রাবন্তী, সব্যসাচী। ৩য় দিন সকাল ৯টায় বাংলা সিনেমা: তালাশ, পরিচালনা: সৈকত নাসির, অভিনয়: আদর আজাদ, শবনম বুবলি। দুপুর ১টায় বাংলা সিনেমা: নোলক, পরিচালনা: সাকিব সনেট, অভিনয়: শাকিব খান, ববি। ৪র্থ দিন সকাল ৯টায় বাংলা সিনেমা: অন্তর্জাল, পরিচালনা: দীপংকর দীপন, অভিনয়: সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন। দুপুর ১টায় বাংলা সিনেমা: নবাব, পরিচালনা: জয়দ্বীপ মুখার্জী, অভিনয়: শাকিব খান, শুভশ্রী, রজতাভ দও। ৫ম দিন সকাল ৯টায় বাংলা সিনেমা: প্রহেলিকা, পরিচালনা: চয়নিকা চৌধুরী, অভিনয়: মাহফুজ আহমেদ, শবনম বুবলি। দুপুর ১টায় বাংলা সিনেমা: বীর, পরিচালনা: কাজী হায়াৎ, অভিনয়: শাকিব খান, শবনম বুবলী। ৬ষ্ঠ দিন সকাল ৯টায় বাংলা সিনেমা: মুখোশ, পরিচালনা: ইফতেখার শুভ, অভিনয়: মোশাররফ করিম, পরীমনি, রোশান। দুপুর ১টায় বাংলা সিনেমা: মন যেখানে হৃদয় সেখানে, পরিচালনা: শাহীন সুমন, অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস। ৭ম দিন সকাল ৯টায় ওয়েব ফিল্ম: পয়জন, পরিচালনা: সঞ্জয় সমাদ্দার, অভিনয়: তানজিন তিশা, আবু হুরায়রা তানভীর। দুপুর ১টায় বাংলা সিনেমা: ভালবাসলেই ঘর বাঁধা যায় না, পরিচালনা: জাকির হোসেন রাজু, অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *