বুধবার, এপ্রিল ২৩Dedicate To Right News
Shadow

ঈদে ‘বার্ডস আই’ নিয়ে এলো বাহারি রংয়ের পাঞ্জাবি

Spread the love

ঈদুল উল-ফিতরকে কেন্দ্র করে ফ্যাশন হাউজ বার্ডস আই তাদের আউটলেটে নিয়ে এসেছে নান্দনিক সব ডিজাইনের পোশাক। বার্ডস আইয়ের সকল পোশাক সময় উপযোগী। প্রতিবারই হাউসটি চেষ্টা করে তাদের পোশাকে নতুনত্ব আনার। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। এবারের বিশেষ আয়োজনে রয়েছে বাহারি রং এবং ডিজাইনের পাঞ্জাবি।
সেই সাথে ছেলেদের সব ধরনের পোশাকতো থাকছেই। যেমন-টি শার্ট, পলো টি শার্ট, শার্ট, পাঞ্জাবি ইত্যাদি। চায়না, ইন্ডিয়া, বাংলাদেশী কাপড়ের তৈরি শত শত ডিজাইনের পাঞ্জাবি, শার্ট,পলো টি শার্ট সারাদেশে পাইকারি ও খুচরা বিক্রেতা (BIRDS EYE) বার্ডস আই। আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বার্ডস আইয়ের ২ টি মেগা শো-রুমে রয়েছে পাইকারি ও খুচরা বিক্রয়ের ব্যবস্থা। যোগাযোগ : আজিজ সুপার মার্কেট (২য় তলা), শাহবাগ, ঢাকা-১০০০, ফোন- ০১৯১৫০৬৮১৫৩,০১৯৭০৯৯৬৬৬২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *