
সর্বকালের শ্রেষ্ঠ মূকাভিনেতা ফরাসি শিল্পী ‘মাস্টার অব মাইম’ মার্সেল মার্সো-র ১০২তম জন্মবার্ষিকী এবং ‘বিশ্ব মূকভিনয় দিবস ২০২৫’ উপলক্ষ্যে ২২ মার্চ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে স্বপ্নদলের মূকনাট্য‘ম্যাকবেথ’-এরবিশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হচ্ছে।উইলিয়াম শেক্সপিয়রের রচনা অবলম্বনে জুয়েনা শবনমের কাহিনি পুনর্বিন্যাসে এবং ঐতিহ্যের ধারায় বাঙলা মূকাভিনয়রীতিতে নির্মিত ‘ম্যাকবেথ’-এর নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
স্বার্থপরতা-ক্ষমতালিপ্সা-অতি উচ্চাকাক্সক্ষায় সাহসী সেনাপতি ম্যাকবেথের রাজা ডানকানকে হত্যাসহ ক্ষমতা দখল ও শাসন টিকিয়ে রাখার জন্য একের পর এক হত্যাকা- এবং পরিশেষে তারও একই পরিণতির শিকার হওয়ার বিশ^খ্যাত ট্র্যাজেডি ‘ম্যাকবেথ’।সারাবিশ্বে শেক্সপিয়রের রচনা নিয়ে মঞ্চ-চলচ্চিত্র-টেলিভিশনে নানামাত্রিক সৃজনকর্ম পরিচালিত হলেও ব্যবহারিক গবেষণাগার পদ্ধতিতেপূর্ণাঙ্গ মূকনাট্য বা মাইমোড্রামা হিসেবে মঞ্চে উপস্থাপন স্বপ্নদলের ‘ম্যাকবেথ’-ই প্রথম। ‘ম্যাকবেথ’-এর অভিনয় শিল্পীরা হলেন- জুয়েনা, হাসান, সুমাইয়া, নিশক, শিশির, শ্যামল, জেবু, সোনালী, অনিন্দ্য, অর্ক, নিসর্গ, শফিক, জাওয়াদ, আলী প্রমুখ।
‘ম্যাকবেথ’প্রযোজনাটির মঞ্চ-আলোক পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ন, কোরিওগ্রাফি পরিকল্পনা করছেন হাসানুজ্জামান, পোশাক-সামগ্রী পরিকল্পনা করেছেন জুয়েনা শবনম, হাসানুজ্জামান ও সুমাইয়া শিশির। সঙ্গীত-আবহ পরিকল্পনা করছেনশাখাওয়াত শ্যামল ও মিজাউল ইসলাম খান। প্রযোজনা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন শাখাওয়াত শ্যামল। এদিন‘ম্যাকবেথ’-এর১৬তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, মূকাভিনেতা-মূকাভিনয়গুরু মার্সেল মার্সো ১৯২৩-এর ২২শে মার্চ ফ্রান্সের স্টার্সবুর্গশহরে জন্মগ্রহণ করেন। বিংশ শতাব্দীর আধুনিক মূকাভিনয়চর্চা এবং মার্সোর নাম সমার্থক হয়ে ওঠায় ২০০৭-এ প্রয়াণের পর তার জন্মদিন ২২শে মার্চকে পৃথিবীজুড়ে‘বিশ্ব মূকভিনয় দিবস’ হিসেবে পালন করা হয়।