
টাইমস্ অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে পিপলস্ ফিল্ম কালেক্টিভের প্রতিষ্ঠাতা সদস্য দ্বৈপায়ন ব্যানার্জি “জ্যোতির্ময়” চলচ্চিত্রটি প্রসঙ্গে বলেন, “একাত্তর সালে বাংলাদেশে জ্যোতির্ময় গুহঠাকুরতার মত বুদ্ধিজীবীদের সাথে কী ঘটেছিল তা সকলের জানা উচিৎ। তাই আমরা এবারের উৎসবে এ চলচ্চিত্রটি দেখাতে চেয়েছি।” এ প্রসঙ্গে পরিচালক সন্দীপ কুমার মিস্ত্রী জানান, “চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করাটা সব সময় আনন্দের। আর কলকাতা পিপলস্ ফিল্ম ফ্যাস্টিভ্যাল-য়ে অংশগ্রহণ বাড়তি ভালোলাগা।” এ ছবিটি নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের জন্য ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা। এই যুদ্ধের মাধ্যমে শুধু একটি স্বাধীন দেশ নয় বাঙালি জাতিসত্ত্বার জন্ম হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দিন দিন একাত্তরের স্মৃতি থেকে সরে যাচ্ছি। আমরা ভুলতে বসেছি একাত্তরের শহীদ মুক্তিযোদ্ধাদের কথা। আমি তাই “জ্যোতির্ময়” প্রামাণ্যচিত্রটি করতে চেয়েছি শহীদ বুদ্ধিজীবীদের কথা সবাইকে স্মরণ করাতে।” ২০ মার্চ ২০২৫ তারিখ, বৃহস্পতিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে প্রামাণ্যচিত্রটি উৎসবে প্রদর্শিত হবে। প্রদর্শনীর শেষে ছবিটির প্রযোজক অধ্যাপক মেঘনা গুহঠাকুরতা এবং পরিচালক সন্দীপ কুমার মিস্ত্রী দর্শকদের সাথে আলাপচারিতায় যুক্ত হবেন।