বুধবার, এপ্রিল ২৩Dedicate To Right News
Shadow

কলকাতা পিপলস্ ফিল্ম ফ্যাস্টিভ্যালে সন্দীপ মিস্ত্রী’র প্রামাণ্যচিত্র “জ্যোতির্ময়”

Spread the love
কলকাতা পিপলস্ ফিল্ম ফ্যাস্টিভ্যালের ১১তম আসরে এবার প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক ড. জ্যোতির্ময় গুহঠাকুরতার জীবন ও কর্মের উপরে তরুণ চলচ্চিত্রকার সন্দীপ কুমার মিস্ত্রী নির্মিত প্রামাণ্যচিত্র “জ্যোতির্ময় (The Professor)”। পিপলস্ ফিল্ম কালেক্টিভ-য়ের আয়োজনে চার দিনব্যাপী উৎসবটি শুরু হতে যাচ্ছে আগামী ২০ মার্চ থেকে কলকাতার উত্তম মঞ্চে। ভারত ও দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে এবার দুই হাজারের বেশি ফিল্ম জমা পড়েছিল। নির্বাচকরা “স্টোরিজ ফ্রম সাউথ এশিয়া” বিভাগে মোট তিনটি ছবিকে নির্বাচন করেন। বাংলাদেশ থেকে “জ্যোতির্ময় (দ্যা প্রফেসর)”, পাকিস্তান থেকে “পিজনস্ অব লাহোর” এবং মায়ানমার থেকে “কমরেড পুপি”।

টাইমস্ অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে পিপলস্ ফিল্ম কালেক্টিভের প্রতিষ্ঠাতা সদস্য দ্বৈপায়ন ব্যানার্জি “জ্যোতির্ময়” চলচ্চিত্রটি প্রসঙ্গে বলেন, “একাত্তর সালে বাংলাদেশে জ্যোতির্ময় গুহঠাকুরতার মত বুদ্ধিজীবীদের সাথে কী ঘটেছিল তা সকলের জানা উচিৎ। তাই আমরা এবারের উৎসবে এ চলচ্চিত্রটি দেখাতে চেয়েছি।” এ প্রসঙ্গে পরিচালক সন্দীপ কুমার মিস্ত্রী জানান, “চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করাটা সব সময় আনন্দের। আর কলকাতা পিপলস্ ফিল্ম ফ্যাস্টিভ্যাল-য়ে অংশগ্রহণ বাড়তি ভালোলাগা।” এ ছবিটি নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের জন্য ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা। এই যুদ্ধের মাধ্যমে শুধু একটি স্বাধীন দেশ নয় বাঙালি জাতিসত্ত্বার জন্ম হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দিন দিন একাত্তরের স্মৃতি থেকে সরে যাচ্ছি। আমরা ভুলতে বসেছি একাত্তরের শহীদ মুক্তিযোদ্ধাদের কথা। আমি তাই “জ্যোতির্ময়” প্রামাণ্যচিত্রটি করতে চেয়েছি শহীদ বুদ্ধিজীবীদের কথা সবাইকে স্মরণ করাতে।” ২০ মার্চ ২০২৫ তারিখ, বৃহস্পতিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে প্রামাণ্যচিত্রটি উৎসবে প্রদর্শিত হবে। প্রদর্শনীর শেষে ছবিটির প্রযোজক অধ্যাপক মেঘনা গুহঠাকুরতা এবং পরিচালক সন্দীপ কুমার মিস্ত্রী দর্শকদের সাথে আলাপচারিতায় যুক্ত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *