শনিবার, এপ্রিল ২৬Dedicate To Right News
Shadow

দীপ্ত স্টার হান্টে জমলো তারার মেলা

Spread the love

আফরান নিশো, তমা মির্জা, গিয়াস উদ্দিন সেলিম ও দিঘীকে অতিথি জুরি করে সাজানো হয়েছে দীপ্ত স্টার হান্টের টেরিফিক টুয়েন্টির এপিসোড। মোট ২০ জন প্রতিযোগী তাদের বিভিন্ন পারফর্ম্যান্স দিয়ে মূল জুরি বোর্ডের সঙ্গে অতিথি জুরিদের মূল্যায়ন গ্রহণ করবে এসব এপিসোডগুলোতে। যারা ভালো করবেন তারা চলে যাবেন পরের রাউন্ডে অর্থাৎ সুপার সিক্সটিনে। তবে যারা খারাপ করবেন তারা পড়ে যাবেন বাদ। কারা পরের রাউন্ডে আর কারা পড়ে যাচ্ছেন বাদ তা জানতে চোখ রাখতে হবে প্রতি শুক্র ও শনিবার রাত ১০টায় দীপ্ত স্টার হান্টের এপিসোডগুলোতে।

পারফর্ম্যান্স চ্যালেঞ্জ
নতুন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে এবার প্রতিযোগীরা। তারা একই সাথে যেমন লাইভ অডিয়েন্সের মধ্যে বিভিন্ন চরিত্রে অভিনয় করার ‘ডেয়ার চ্যালেঞ্জ’-এর মুখোমুখি হতে যাচ্ছে, তেমনই ‘সিন রিক্রিয়েশন’ এর চ্যালেঞ্জে বাংলাদেশের সিনেমাজগতের সুপারস্টারদের দৃশ্যকে প্রেজেন্ট করতে হচ্ছে নতুনভাবে। অন্যদিকে জনপ্রিয় সব গানের সাথে ডান্স পারফরম্যান্স করে মুগ্ধ করতে হচ্ছে সম্মানিত জুরিদের। কঠিন কঠিন পারফর্ম্যান্সের বাধা পেরিয়ে প্রতিযোগীরা সুপার সিক্সটিনে যাওয়ার জন্য লড়াই করছে টেরিফিক টুয়েন্টির ৪টি এপিসোডে।

জুরিবোর্ড জমজমাট
তারিক আনাম খান, শিহাব শাহীন এবং রাফিয়াত রশিদ মিথিলার মতো তারকাজুড়ির সাথে অতিথি জুরি হিসেবে টেরিফিক টুয়েন্টির এপিসোডগুলোতে উপস্থিত থাকছেন আফরান নিশো, তমা মির্জা, দিঘী ও গিয়াস উদ্দিন সেলিমদের মতো তারকাদের। প্রতিযোগীদের প্রেরণার সাথে সাথে তারা দিয়েছেন অভিনয় ও শো-বিজ জগতের নানা টিপসও।

সুপারস্টার হওয়ার পথে সেরা প্রতিযোগীদের সুযোগ
‘দীপ্ত স্টার হান্ট’ শুধুমাত্র একটি প্রতিযোগিতা না, এটি বাংলাদেশের নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের জন্য একটি সুবর্ণ সুযোগ। কারণ দীপ্ত স্টার হান্টের বিজয়ীরা পাবেন বড় পর্দার সিনেমা, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ও টিভি সিরিজে অভিনয়ের সুযোগ। কাজী মিডিয়া লিমিটেড বিজয়ীদের সঙ্গে দুই বছরের এক্সক্লুসিভ চুক্তি করবে, যেখানে তারা নিয়মিতভাবে অভিনয়ের বিভিন্ন মাধ্যমে কাজের সুযোগ পাবেন।

দীপ্ত স্টার হান্ট সঞ্চালনা করছেন ইসমাত জেরিন চৈতি এবং এর নির্বাহী প্রযোজনার দায়িত্বে আছেন সাইফুর রহমান সুজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *