শনিবার, এপ্রিল ২৬Dedicate To Right News
Shadow

ঈদে আসছে খায়রুল ওয়াসির ‘হাবুডুবু’

Spread the love

ভালোবাসার কোন দিনক্ষন নেই। নেই সময় অসময় । তাই প্রেমে পরতে হয় বুঝে শুনে। না বুঝে অসময়ের প্রেমে পা দিলেই ঘটে বিপত্তি। জীবনের বাক বদলে যায় ভুল পথে। সারা জীবন ছলনার মায়াজালে বন্দি থাকতে হয়।

অসময়ের প্রেম নিয়ে এবার গান বাঁধলেন এই সময়ের আলোচিত কন্ঠশিল্পী খায়রুল ওয়াসি। গানের শিরোনাম ‘হাবুডুবু’। গানটিতে কন্ঠ দেওয়ার পাশাপাশি এর গীত রচনা ও সুর তুলেছেন ওয়াসি নিজেই। সঙ্গীতায়োজন করেছেন মেহেদী বাপন। মিংক্স এবং মাস্টারিং করেছেন এম এ রহমান। ফারহান আহমেদ রাফাতের ভিডিও পরিচালনায় গানে মডেল হয়েছেন প্রনমী, জেরি এবং খায়রুল ওয়াসি। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

নতুন এই গান নিয়ে খায়রুল ওয়াসি জানালেন, ‘লাখো তরুণের মনের কথা আমি হাবুডুবু গানে তুলে ধরেছি। আমাদের জীবনে ঘটে যাওয়া প্রেম সংক্রান্ত ঘটনাগুলোর ধারাবাহিকতা পেয়েছে এই গানটিতি। আশা করছি গানটি সবার ভালো লাগবে।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, এবারের ঈদুল ফিতরের আয়োজনে ‘হাবুডুবু’ গানটির ভিডিও প্রকাশ পাবে তাদের ইউটিউব চ্যানেলে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *