বুধবার, এপ্রিল ২৩Dedicate To Right News
Shadow

ঈদুল ফিতরে ধারাবাহিক নাটক ব্যাচেলর প্রো ম্যাক্স

Spread the love

আমাদের ঢাকা শহরে ধারন ক্ষমতার বাহিরে কোটি মানুষের বসবাস। অট্টালিকা থেকে মেস, বস্তিতে গাদাগাদি করে  বেঁচে  থাকা!  একজন ক্ষুদ্র মেস ব্যবসায়ি তোতলা কামাল, তার মেসেই এসে উঠতে থাকে বিভিন্ন জেলা থেকে আসা বিভিন্ন প্রফেশনের মানুষ। তাদের চিটারী, বাটপারি,সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনা,পাওয়া-না পাওয়ার  সব  গল্প নিয়েই দীর্ঘ ধারাবাহিক নাটক  ব্যাচেলর  প্রো ম্যাক্স।

নাটকটিতে মেস ম্যানেজার হিসেবে অভিনয় করছেন এএসএম সুমন সরকার, বাড়িওয়ালা হিসেবে অভিনয় করেছেন,  মাহবুব দাদা ভাই , বিশেষ চরিত্রে দেখা যাবে সিমান্ত কে, অন্যান্য চরিত্রের অভিনয় করেছেন,  তানিশা শিলা,  জান্নাত, মুন্না অনিক, রিমন সোহেল, খোন্দকার  বিপ্লব, পাখি, সানজানা, জ্যোতি ইসলাম, আসিফ,  কোয়েল শিলা পাল, মিজান, ইমরান নায়ক, সোহেল আহমেদ, আনোয়ার, শিশু শিল্পি হিসেবে মাষ্টার  তিমন, মালিহা মিম, কিশোর ডি কস্তা,  লিটন মামা,  অনিক, মিজানুর রহমান  জাহাঙ্গীর, সহ আরও অনেকে। নাটকটি পরিচালনা করেছেন এইচ এম পিয়াল।

ধারাবাহিক নাটকটি  প্রসঙ্গে পিয়াল বলেন, আমরা দীর্ঘ  ধারাবাহিক হিসেবে ব্যাচেলর প্রো ম্যাক্স দর্শকদের সামনে নিয়ে আসবো, গল্পকে বাস্তবিক রাখার জন্য আমরা অতিরিক্ত  মেকাপ কিংবা প্রপস ব্যবহার করছি না, সম্পুর্ন বিনোদনে ভরপুর ব্যাচেলর প্রো ম্যাক্স দর্শকদের মনের খোড়াক জোগাবে বলে আমার  দৃঢ়  বিশ্বাস।

ধারাবাহিক টি দেখতে পাবেন ঢাকা মডেল এজেন্সি ড্রামা চ্যানেলে। ডিওপি হিসেবে কাজ করছেন ইরকে মানিক,কারিগরি সহযোগিতায়, ইভেন্ট এশিয়া প্রোডাকশন,ঢাকা মডেল এজেন্সি।ম্যাগাজিন পার্টনার : আনন্দ বিনোদন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *