
একাত্মতার বন্ধন আরও দৃঢ় করতে রঁদেভু ৯৬৯৮ ফাউন্ডেশন-এর তত্ত্বাবধানে ফেসবুকভিত্তিক এসএসসি ৯৬ এইচএসসি ৯৮ গ্রুপ-এর বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ২২ মার্চ ২০২৫, রাজধানীর গলফ গার্ডেন মিলনায়তনে। সারা দেশ থেকে আসা ৬০০-র অধিক সদস্যের অংশগ্রহণে এই অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। এই আয়োজন শুধু ইফতার মাহফিলের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল বন্ধুত্বের বন্ধন পুনরুজ্জীবিত করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার করা এবং ভবিষ্যতের সামাজিক কার্যক্রমকে শক্তিশালী করার একটি উপলক্ষ।
২০১৫ সালে এসএসসি ৯৬ ও এইচএসসি ৯৮ ব্যাচের শিক্ষার্থীদের সংযুক্ত রাখতে একটি ফেসবুক গ্রুপ এর জন্ম হয়। সময়ের সঙ্গে এটি শুধু একটি ভার্চুয়াল কমিউনিটি হিসেবে সীমাবদ্ধ থাকেনি, বরং সামাজিক কল্যাণে ভূমিকা রাখার লক্ষ্যে ২০১৯ সালে রঁদেভু ৯৬৯৮ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সংগঠনটির সঙ্গে দেশ-বিদেশের ২৩,০০০+ সদস্য যুক্ত রয়েছেন, যারা বিভিন্ন মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।
রঁদেভু ৯৬৯৮ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই নানা জনকল্যাণমূলক কাজ করে আসছে। সংগঠনটি অসচ্ছল ও অসুস্থদের চিকিৎসা সহায়তা প্রদান, মানবিক সহায়তা ও ত্রাণ বিতরণ, শিক্ষা ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, রক্তদান কর্মসূচি, পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ এবং অন্যান্য স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষত, বেকার যুবকদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য সহায়তা প্রদান ফাউন্ডেশনটির অন্যতম প্রধান উদ্যোগ।
এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রঁদেভু ৯৬৯৮ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান এবনং এসএসসি ৯৬ এইচএসসি ৯৮ গ্রুপ এর প্রতিষ্ঠাতা মারুফ আজম অভি-এর নেতৃত্বে একটি চৌকস দল, যারা নিবিড় পরিকল্পনা ও নিষ্ঠার মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করেন। ভবিষ্যতে সংগঠনটি আরও বৃহৎ পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছে এবং সদস্যদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ চালিয়ে যাবে।