শনিবার, এপ্রিল ২৬Dedicate To Right News
Shadow

চ্যানেল আই উদযাপন করলো ‘রঙ তুলিতে মুক্তিযুদ্ধ, রঙে রেখায় বাংলাদেশ’

Spread the love

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চ্যানেল আই-এর আয়োজনে দেশবরেণ্য চিত্রশিল্পীদের নিয়ে প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে ‘ঢাকা ব্যাংক পিএলসি নিবেদিত চ্যানেল আই ‘রঙ তুলিতে মুক্তিযুদ্ধ, রঙে রেখায় বাংলাদেশ।’ ওইদিন সকাল ১১টা ৪৫ মিনিটে চ্যানেল আই চেতনা চত্বর প্রাঙ্গণে ‘ধন ধান্যে পুষ্পে ভরা গান’ গানটি পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধন করা হয় এ মেরার। গান পরিবেশন করেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী ফেরদৌস আরা এবং তার সঙ্গীত প্রতিষ্ঠান সুরসপ্তক এর শিল্পীরা।
উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’ এর চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু, ইমপ্রেস গ্র“পের চেয়ারম্যান আব্দুর রশীদ মজুমদার, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আইয়ের পরিচালক এবং ভাইস চেয়ারম্যান (ইমপ্রেস গ্রুপ) জহির উদ্দিন মাহমুদ মামুন, ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ মোহাম্মদ মারুফ, লেখক, অধ্যাপক, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আবদুল্লাহ আবু সায়ীদ এবং সাংস্কৃতিক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী প্রমুখ।
অনুষ্ঠানে মুকিত মজুমদার বাবু বলেন, য়ে মাটির বুকে ঘুমিয়ে লক্ষ মুক্তির সেনা, যে মাটির বুকে ঘুমিয়ে আছে ৭১ এর মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে আমরা আজকের এই স্বাধীন বাংলাদেশকে পেয়েছি, আজকে স্বাধীনতা ৫৪ বছর পূর্তির দিনে তাদের জানাই আমার বিনম্র শ্রদ্ধা।
অনুষ্ঠানে জহির উদ্দিন মাহমুদ মামুন বলেন, গত ২৫ বছর ধরে চ্যানেল আই মুক্তিযুদ্ধ, স্বাধীনতা দিবস, বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাস ভিত্তিক নানান অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের সামনে এই বিষয়গুলোকে তুলে ধরার অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা শুধু নতুন প্রজন্মকেই নয় বিশ্ব দরবারে আমাদের এই বাংলাদেশ, বাংলাদেশের কথা ও বাংলাদেশের স্বাধীনতাকে তুলে ধরতে চাই।
ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ মোহাম্মদ মারুফ তার বক্তব্যে বলেন, স্বাধীনতা দিবস কেবল শুধুমাত্র একটি দিন না, এটা আমাদের গৌরব, সংগ্রাম ও ত্যাগের একটি ফলাফল।
সাংস্কৃতিক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার দ্বায়িত্বপ্রাপ্ত হওয়া প্রসঙ্গে বলেন, আমার সময় খুব অল্প এবং সামনে পাহাড় সমান দ্বায়িত্ব। এটার মধ্য পরিবর্তন এত অল্প সময়ে আনা খুব সহজ কাজ না তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি ভালো কোন ফলাফলই আসবে।
প্রতিবারের মতো এবারের আয়োজনটিতেও দেশের খ্যাতিমান চিত্রশিল্পীদের পাশাপাশি তরুণ এবং শিশুশিল্পীদের রং এবং তুলির আঁচড়ে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধের নানান চিত্র। দেশের খ্যাতিমান শিল্পীদের দেশপ্রেমের চিত্রাংকন ও প্রিয়শিল্পী ফেরদৌস আরা এবং সুরসপ্তক-এর শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয়েছে দেশপ্রেমের গান। শিশুশিল্পীরা এঁকেছে মুক্তিযুদ্ধের নানান ছবি। ছিলো কবিতা আবৃত্তি ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আমীরুল ইসলাম ও রাজু আলীম এবং উপস্থাপনায় ছিলেন আফজাল হোসেন ও দীপ্তি চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *