বুধবার, এপ্রিল ২৩Dedicate To Right News
Shadow

আলোকিত কোরআন ইউএসএ-২০২৫ চ্যাম্পিয়ন ইউইয়র্কের হুজাইফা খান

Spread the love

বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের মাঝে পবিত্র কোরআন নিয়ে রয়েছে এক অকৃত্রিম অনুভূতি। প্রবাসী বাঙ্গালী মুসলিমরাও এর ব্যতিক্রম নয়। প্রবাসী মুসলিম সম্প্রদায়ের সব বয়সী মানুষ নিয়মিত কোরআন চর্চা করে থাকেন। তাদের সে কোরআন চর্চা ও তেলাওয়াতকে আরো প্রচার-প্রসারের লক্ষ্যে “সুন্দর জীবনের জন্য কোরআন” এই শিরোনামে নর্থ আমেরিকায় বসবাসরতদের নিয়ে প্রথমবারের ব্যাপক সফলতার পর দ্বিতীয়বারের মতো আরটিভিতে পহেলা রমজান থেকে শুরু হয়েছিল পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা – আরটিভি আলোকিত কোরআন ইউএসএ সিজন-২। নর্থ আমেরিকায় বসবাসরতদের মধ্য থেকে হাজার হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায়। সেখান থেকে নানা ধাপে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ৬০ জন প্রতিযোগী নিয়ে শুরু হয়েছিল প্রতিযোগিতা। সাতটি রাউন্ডে প্রতিযোগীরা তাদের সেরাটা উপস্থাপন করে দর্শকের মন জয় করেছেন। সেই সাথে গ্র্যান্ড ফিনালেতে সেরা ৫ প্রতিযোগী তাদের তেলায়াত করে শোনান এবং বিচারকদের দেওয়া সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে চ্যাম্পিয়ন হয়েছেন হুজাইফা খান(জামাইকা, নিউইয়র্ক), ফার্স্ট রানার আপ হয়েছেন মাশরুর আহমেদ (মিশিগান), সেকেন্ড রানার আপ হয়েছেন তামজীদ উদ্দিন নাঈম(নিউ ইয়র্ক), চতুর্থ হয়েছেন মঞ্জুর আহমেদ (মিশিগান) এবং পঞ্চম হয়েছেন সারাবান তহুরা ভুঁইয়া(নিউ ইয়র্ক)। পুরো অনুষ্ঠানটি নিউ ইয়র্ক এর আব্দুল্লাহ বেনকুইট হলে ধারণ করা হয়।

এই আয়োজনটিকে আলোকিত করতে সহযোগিতা করেছেন- টাইটেল স্পন্সর গোল্ডেন এজ-সাপ্তাহিক আজকাল, পাওয়ার্ড বাই স্পন্সর-রিভার্টেল, প্লাটিনাম স্পন্সর-ওয়াশিংটন ইউনিভার্সিটি, ব্যাকডেজ, গোল্ড স্পন্সর-জিএফবি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, এ্যাটর্নী মঈন চৌধুরী, খলিল’স ফুড ও বিআর পারফিউম এন্ড কোলন, সিলভার স্পন্সর- এ্যাটর্নী হাসানুজ্জামান মালিক এন্ড সহিদ নেসা হোম কেয়ার, সাপোর্টেড বাই- ফয়সাল আহমেদ, কাকাতুয়া এজেন্সি, তানসার হোম সেফটি, এলিট সিনারজি রিয়ালিটি, গোরাসক্যাল(ফাহিম এন্ড সাঈদ টিম), আব্দুল্লাহ বেনকুইট হল, এ্যাংকর ট্রাভেলস, মারিয়াম ফুড এন্ড কেআর সেরা ইংক।
অর্গানাইজ বাই- প্রিয়ন্তি ইউএসএ ইনকর্পোরেশন, ইভেন্ট পার্টনার- মেডসিস ম্যানেজমেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *