বুধবার, এপ্রিল ২৩Dedicate To Right News
Shadow

রেজানুর রহমানের ঈদের নাটক “বিক্রয়যোগ্য ভালোবাসা”

Spread the love

চ্যানেল আইতে ঈদের আগের দিনের নাটক মানেই রেজানুর রহমানের নাটক। এবার ঈদে রেজানুর রহমান নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘বিক্রয়যোগ্য ভালোবাসা’। নাটকটির কাহিনী অনেকটা এরকম-সন্তানের পিতা-মাতা হওয়া যতটা সহজ ততটাই কঠিন সন্তানের প্রিয় মানুষ হওয়া। বিক্রয়যোগ্য ভালোবাসায় একজন অসহায় সন্তানের কথা গুরুত্ব পেয়েছে। যার বাবা-মার বিচ্ছেদ হয়েছে। ফলে মাসের ১৫ দিন বাবার কাছে, বাকী ১৫ দিন মায়ের কাছে থাকে সে। সুযোগ পেলেই হয় বাবা না হয় মাকে একই প্রশ্ন করে- সবার বাবা-মা এক সঙ্গে থাকে। কিন্তু আমার বাবা-মা আলাদা থাকে কেন? বাবা-মার কাছে সদুত্তর পায় না। বরং বাবা-মায়ের কাছ থেকে অনাকাঙ্খিত নানা ঘটনার মুখোমুখি হয়। একদিন সবার অজান্তে বাবা-মায়ের কাছ থেকে চলে যায় সে এবং সড়ক দূর্ঘটনায় আহত হয়। সৌভাগ্যক্রমে পরিচিত হয় এক নিঃসন্তান দম্পতির সঙ্গে। বাবা-মার আদর ভালোবাসা নতুন ভাবে আবিস্কার করে। ততদিনে তার আপন বাবা-মায়ের বোধোদয় হয়। গল্পের রহস্য বাড়তেই থাকে। প্রচার হবে ঈদের আগের দিন রাত ৭.৫০ মিনিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *