
চ্যানেল আইতে ঈদের আগের দিনের নাটক মানেই রেজানুর রহমানের নাটক। এবার ঈদে রেজানুর রহমান নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘বিক্রয়যোগ্য ভালোবাসা’। নাটকটির কাহিনী অনেকটা এরকম-সন্তানের পিতা-মাতা হওয়া যতটা সহজ ততটাই কঠিন সন্তানের প্রিয় মানুষ হওয়া। বিক্রয়যোগ্য ভালোবাসায় একজন অসহায় সন্তানের কথা গুরুত্ব পেয়েছে। যার বাবা-মার বিচ্ছেদ হয়েছে। ফলে মাসের ১৫ দিন বাবার কাছে, বাকী ১৫ দিন মায়ের কাছে থাকে সে। সুযোগ পেলেই হয় বাবা না হয় মাকে একই প্রশ্ন করে- সবার বাবা-মা এক সঙ্গে থাকে। কিন্তু আমার বাবা-মা আলাদা থাকে কেন? বাবা-মার কাছে সদুত্তর পায় না। বরং বাবা-মায়ের কাছ থেকে অনাকাঙ্খিত নানা ঘটনার মুখোমুখি হয়। একদিন সবার অজান্তে বাবা-মায়ের কাছ থেকে চলে যায় সে এবং সড়ক দূর্ঘটনায় আহত হয়। সৌভাগ্যক্রমে পরিচিত হয় এক নিঃসন্তান দম্পতির সঙ্গে। বাবা-মার আদর ভালোবাসা নতুন ভাবে আবিস্কার করে। ততদিনে তার আপন বাবা-মায়ের বোধোদয় হয়। গল্পের রহস্য বাড়তেই থাকে। প্রচার হবে ঈদের আগের দিন রাত ৭.৫০ মিনিটে।