শনিবার, এপ্রিল ২৬Dedicate To Right News
Shadow

দীপ্ত স্টার হান্ট -ঈদ স্পেশাল শো

Spread the love

দীপ্ত স্টার হান্টের অভিনয় প্রতিযোগীতা যখন তুঙ্গে তখনই ঈদকে কেন্দ্র করে শুরু হচ্ছে দীপ্ত স্টার হান্ট-ঈদ স্পেশাল শো বাই রাফসান সাবাব। টেরিফিক টুয়েন্টি প্রতিযোগীদের নিয়ে সাজানো হয়েছে এই ঈদ স্পেশাল শো। যার সঞ্চালনার দায়িত্বে আছেন রাফসান সাবাব। প্রচারিত হবে ঈদের ৭দিন প্রতিদিন রাত ১০টায়।

মজার গেম আর দারুণ সব রাউন্ড
দারুণ সব রাউন্ডে সাজানো হয়েছে দীপ্ত স্টার হান্ট-ঈদ স্পেশাল শোটিকে। এক মিনিটের মধ্যে নানা ধরনের গেম থেকে শুরু করে কুইজ, অডিও-ভিজ্যুয়ালসহ রয়েছে এমন সব রাউন্ড যা দর্শকের চোখ আটকে থাকতে বাধ্য। রাউন্ডগুলো–
মিনিটেই বাজিমাত-এক মিনিটের মধ্যেই এখানে অনেক ধরনের গেম খেলে জিততে হবে প্রতিযোগীদের।
গানজ্যাম-শব্দ ছাড়া গান দেখে এ রাউন্ডে গাইতে হবে প্রতিযোগীদের। আবার শুধু মিউজিক শুনেও গেস করতে হবে গানকে।
প্রশ্নজব্দ-মজার মজার ধাঁধা আর প্রশ্নের উত্তরে ভরা এই রাউন্ডে প্রতিযোগীরা অংশ নিয়ে জিতে নেবে মার্কস।
টুকিটাকি টিকটক-এই রাউন্ডে যুক্ত হবে টিকটকের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটররা। তারা প্রতিযোগীদের দেবেন বিভিন্ন টাস্ক। সেইসব টাস্কে পারফর্ম্যান্সের ওপর নির্ভর করে প্রতিযোগীরা পাবে মার্কস!

কী পাবে প্রতিযোগীরা?
দীপ্ত স্টার হান্ট-ঈদ স্পেশাল আনন্দ অনুষ্ঠান হলেও টেরিফিক টুয়েন্টি প্রতিযোগীদের জন্য এটি একটি বিরাট সুযোগ হিসেবে এসেছে। কারণ এই শোয়ের চ্যাম্পিয়ন আর রানারআপ প্রত্যেকে একটি করে পাবে “লাইফ স্টার কার্ড”। লাইফ স্টার কার্ডটি প্রতিযোগী ব্যবহার করার সুযোগ পাবে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে বা এলিমিনেশনে। এছাড়াও ঈদ স্পেশাল শোয়ের চ্যাম্পিয়ন আকিজ এয়ারের সৌজন্যে পাবেন ঢাকা-কক্সবাজার-ঢাকার এয়ার টিকিট। সাথে ফাইনালের প্রতিযোগীদের জন্য ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লের পক্ষ থেকে থাকছে গিফট বক্স এবং কাজী ফার্মস কিচেনের পক্ষ থেকে দেয়া হচ্ছে উপহার সামগ্রী। প্রযোজনা করেছেন সাইফুর রহমান সুজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *