
দীপ্ত টিভিতে ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদের ২য় দিন রাত ৮ টায় প্রচারিত হবে বিশেষ একক নাটক ‘ ইমার্জেন্সি‘। নাটকটির পরিচালনায় মিশুক মিঠু ও অভিনয়ে খায়রুল বাসার, কেয়া পায়েল।
ইমার্জেন্সি মূলত প্রতিশোধের গল্প। কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। তেমনি কিছু অন্যায়ের প্রায়শ্চিত্য মানুষ এড়িয়ে যেতে পারে না। তার দায় তাকে বহন করে যেতেই হয়। তারই অভিনব চিত্ররূপ দেখতে পাবো এই সাইকোলজিক্যাল থ্রিলার ফিকশনে। রাহাত একজন উবার ড্রাইভার। সে এক তরুনীকে ড্রপ করে আরেকজন প্যাসেনজার উঠায়। তখন প্যাসেনজার দেখে, পেছনের সিটে একটা ভ্যানিটি ব্যাগ রাখা। রাহাত তখন বলে, এটা মনে হয়, আগের আপা ভুলে রেখে গেছে। সে ঠিক করে, এই প্যাসেনজারকে ড্রপ করে যার ব্যাগ তাকে ফিরিয়ে দেবে। কিছুক্ষনের মধ্যেই ঐ ব্যাগের মধ্যে একটা মোবাইল বেজে ওঠে। রাহাতকে ঐ তরুনী ফোন করে বলে, ভাই, আমার ব্যাগ ফেলে রেখে এসেছি। রাহাতকে তরুনী একটা ঠিকানা দেয়। সেখানে এসে তার ব্যাগ দিয়ে যেতে বলে। রাহাত ঐ ঠিকানায় গিয়ে দরজায় কলিংবেল চাপে। এসময় সে খেয়াল করে দরজা খোলা। দরজায় নক করে ভেতরে ঢোকে দেখে তরুনী রক্তাক্ত অবস্থায় পরে আছে। রাহাত দিশেহারা হয়ে পালানোর চিন্তা করে। তখনই বাসায় দুজন লোক আসে। তারা রাহাতকে খুনি হিসেবে আটক করে। রাহাত বলে, সে খুনী না।