
এটিএন বাংলার ঈদ আয়োজনে প্রচার হবে ২ পর্বের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ বিনোদন মেলা’। আলী আজগর ইমনের উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানে রয়েছে নাচ, গান, স্কিট, স্ট্যাডআপ কমেডিসহ আরো অনেক আয়োজন। বিভিন্ন বিষয় ভিত্তিক স্কিটে অংশ নিয়েছেন হায়দার আলী, হারুন কিসিঞ্জার, শাহীন খান, মোনা সিদ্দিক হৃদয়, সাইফুল, জ্যোতি। সঙ্গীত পরিবেশন করেছেন কণ্ঠশিল্পী কাজী শুভ ও ঐশি। রয়েছে স্পন্দন ড্যান্স একাডেমীর শিল্পীদের পরিবেশনায় নৃত্য। ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ বিনোদন মেলা’ প্রচার হবে ঈদের দিন ও ঈদের ৭ম দিন রাত ১০.৩০ মিনিটে।