
এ বছর ঈদের আগের দিন সহ মোট ৮ দিনের বিশেষ অনুষ্ঠান প্রচার করবে এটিএন বাংলা। এটিএন বাংলার ঈদ আয়োজনে থাকছে ৩০টি নাটক, ৮টি টেলিফিল্ম, ১৫টি পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রসহ একগুচ্ছ বিনোদনমূলক অনুষ্ঠান। এবারের ঈদে দর্শকদের জন্য চমক হিসেবে থাকছে ৭টি চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার। এরমধ্যে উল্লেখযোগ্য হলো ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘রাজকুমার’। এছাড়াও টিভি প্রিমিয়ারের তালিকায় রয়েছে চলচ্চিত্র রঙিন সুজন সখি, বিক্ষোভ, এ্যাকশন জেসমিন, বুবুজান, আহারে জীবন ও যেমন জামাই তেমন বউ।
রয়েছে নন্দিত নির্মাতা হানিফ সংকেতসহ এই প্রজন্মের জনপ্রিয় নির্মাতা ও অভিনয় শিল্পীদের নাটক। থাকছে ইমরান ও ঐশি’র একক সঙ্গীতানুষ্ঠান। এছাড়াও রয়েছে ইথুন বাবু, সাব্বির, অপু আমান, ঝিলিক, আতিয়া আনিসা, কিশোর, আতিক, মৌসুমী চৌধুরী ও কাজী শুভ’র অংশগ্রহণে সঙ্গীতানুষ্ঠান। ছোটদের অনুষ্ঠান, কমেডি শো, ম্যাগাজিন অনুষ্ঠানসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকবে ৮ দিনের বিশেষ অনুষ্ঠানমালায়।