বুধবার, এপ্রিল ২৩Dedicate To Right News
Shadow

এবার উপস্থাপনায় গজল শিল্পী মেসবাহ্

Spread the love

গজল শিল্পী মেসবাহ্ আহমদে এবার নতুন পরিচয়ে পর্দায় আসছেন। দীর্ঘ ২৭ বছর ধরে গজল পরিবেশন করে আসছেন মেজবাহ।এবারের ঈদে মেসবাহ্ আহমেদ তার গজল পরিবেশনের পাশাপাশি উপস্থাপনাও করবেন একুশে টিভিতে।

একুশে টিভিতে আগামী ঈদে টানা সাতদিন মেসবাহ্ আহমেদ’র উপস্থাপনায় প্রতিদিন সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত প্রচার হবে ‘গজল ফর এভার’র অনুষ্ঠানটি।

অনুষ্ঠানটিতে গজল নিয়ে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে তার কথোপকথন থাকবে। আমন্ত্রিত অতিথিরা গজল পরিবেশন করবেন। মেসবাহ্ আহমেদ’র আমন্ত্রণে সাতদিন গজল পরিবেশন করবেন সালাহ উদ্দিন আহমেদ, ইয়াসমিন মুশতারি, সানী জুবায়ের, মোঃ মোয়েব, আলিফ লায়লা, আরিফুল ইসলাম মিঠু ও শেখ জসীম।
নতুন পরিচয় প্রসঙ্গে মেসবাহ্ আহমেদ বলেন, আমি দীর্ঘদিন ধরে গজল পরিবেশন করে আসছি। একুশে টিভি আমার গজল সাধনার প্রতি শ্রদ্ধা রেখে গজল ফর এভার’র উপস্থাপনার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আমি গ্রহণ করেছি এবং আমি সম্মানিত বোধ করেছি।
মেসবাহ্ আহমেদ দীর্ঘদিন ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী এবং ওস্তাদ মাসকুর আলী খানের কাছে সঙ্গীতে তালিম নিয়েছেন।
মেসবাহ্ আহমেদ’র প্রথম একক অ্যালবাম ‘আবার দেখা হলে’ ২০০১ সালে এবং দ্বিতীয় একক ‘৫২ দিনের সংসার’ ২০০২ সালে জি-সিরিজের ব্যানারে প্রকাশিত হয়। আগামী ৭ সেপ্টেম্বর রেডিসন’র বলরুমে তার একক গজল সন্ধ্যা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী অক্টোবরে তিনি মালয়েশিয়াতে সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়া দীপ্ত টিভি’সহ বিভিন্ন চ্যানেলে ঈদে তাকে সঙ্গীত পরিবেশন করতে দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *