বুধবার, এপ্রিল ২৩Dedicate To Right News
Shadow

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারদের পাশে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

Spread the love

মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম, বীর প্রতীক মঙ্গলবার ৩ এপ্রিল চট্টগ্রাম মহানগরীতে সম্প্রতিক বৈষম্যবিরোধী ছাএ আন্দোলনে নিহত বরিশাল বাজার, মৌলভী পুকুর পাড়, চান্দগাঁও এর শহিদ মোঃ শহিদুল ইসলাম, লালখান বাজার খুলশীর শহিদ মোঃ ফারুক, পাহাড়তলীর শহিদ মোহাম্মদ আলম, সিদ্দিক ম্যানসন, লালখান বাজারের শহিদ মোঃ ফয়সাল আহমেদ শান্ত এবং হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই ইউনিয়নের ২নং ওয়ার্ডের টেন্ডল বাড়ির বাসিন্দা শহিদ ইউসুফ ও ৬ নং ওয়ার্ডের বাসিন্দা অটোরিকশা চালক শহিদ জামাল মোল্লার বাড়িতে যান এবং তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ও সকল শহিদপরিবারকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান এবং ঈদ উপহার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। উপদেষ্টা সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন, ওসি (তদন্ত), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নিয়াজ মোর্শেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধিগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *