বুধবার, এপ্রিল ২৩Dedicate To Right News
Shadow

এটিজেএফবি’র বিউটিফুল বাংলাদেশ রানে নভোএয়ার

Spread the love

এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ -এটিজেএফবি’র আয়োজনে আগামী ২৫ এপ্রিল রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিউটিফুল বাংলাদেশ রান ২০২৫। রান আয়োজনকে উৎসবমুখর করতে এবার যুক্ত হল বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার ।

বিউটিফুল বাংলাদেশ রানের চিফ কো-অর্ডিনেটর শফিউল্লাহ সুমন জানান , রান আয়োজনটিকে আরও প্রাণবন্ত করতে প্রতিযোগিতা শেষে ফিনিশাররা মেডেল নিয়ে যে ছবি তুলবেন সেখান থেকে বিচারকমণ্ডলীর মাধ্যমে চূড়ান্ত করা বিজয়ীদের ঢাকা- কক্সবাজার- ঢাকা কাপল টিকিট প্রদান করা হবে।

এছাড়া পুরুষ ও নারী বিভাগে বিজয়ীদের নভোএয়ারে সৌজন্যে ঢাকা- কক্সবাজার- ঢাকা টিকিট প্রদান করা হবে।

মেজবাউল ইসলাম জানান, দেশের পর্যটন শিল্পের বিকাশে যে কোন ভালো উদ্যোগে নভোএয়ার সব সময় পাশে থাকার চেষ্টা করে। বিশেষ করে খেলাধুলাকে উৎসাহিত করতে বরাবরই নভোএয়ার বিভিন্ন ইভেন্ট পৃষ্ঠপোষকতা করে আসছে।

উল্লেখ্য, দেশের পর্যটন শিল্পের বিকাশ ও এই শিল্প সংশিলিস্ট সকলকে এক ছাদের নিচে নিয়ে আসার লক্ষেই এ রান আয়োজন করছে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ -এটিজেএফবি।

দুইটি ক্যাটাগরীতে এ রান অনুষ্ঠিত হবে। একটি সাড়ে ৭ কিলোমিটার অপরটি ২ কিলোমিটার ফান রান। নারী, পুরুষ ও পাঁচ বছরের বড় সকলেই রেজিস্ট্রেশনের মাধ্যমে এই রানে অংশ নিতে পারছেন।
হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে সকাল ৬ টায় শুরু হয়ে ৯০ মিনিটের এই রান শেষ হবে হাতিরঝিল এম্পলিথিয়েটারে। পরে বিজয়ী ও রান সম্পন্নকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। বিস্তারির জানতে ভিজিট করতে পারেন @Beautiful Bangladesh Run 2025 এই ঠিকানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *