শনিবার, এপ্রিল ২৬Dedicate To Right News
Shadow

পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় চৈত্র সংক্রান্তিতে গম অনুদান বরাদ্দ দিলেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

Spread the love

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা চৈত্র সংক্রান্তিতে বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রান, সাংক্রান, বিহ উৎসব উদযাপন উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে পুনর্বাসন কর্মসূচি ও ত্রাণ কার্য বরাদ্দ খাত থেকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ও বান্দরবান জেলা প্রশাসক বরাবর প্রতি জেলায় ১৫০ মে.টন করে মোট ৪৫০ মেট্রিক টন গম অনুদান মঞ্জুরী প্রদান করেন।

উল্লেখ্য, ০৬ এপ্রিল ২০২৫ তারিখে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয়-১ শাখা থেকে জারিকৃত মঞ্জুরীপত্রে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলা প্রশাসকদের অনুকূলে বিশেষ প্রকল্প কর্মসূচির আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে গম খাদ্যশস্য হিসাবে ৪৫০ মেট্রিক টন চাল উপ বরাদ্দ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *