
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা চৈত্র সংক্রান্তিতে বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রান, সাংক্রান, বিহ উৎসব উদযাপন উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে পুনর্বাসন কর্মসূচি ও ত্রাণ কার্য বরাদ্দ খাত থেকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ও বান্দরবান জেলা প্রশাসক বরাবর প্রতি জেলায় ১৫০ মে.টন করে মোট ৪৫০ মেট্রিক টন গম অনুদান মঞ্জুরী প্রদান করেন।
উল্লেখ্য, ০৬ এপ্রিল ২০২৫ তারিখে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয়-১ শাখা থেকে জারিকৃত মঞ্জুরীপত্রে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলা প্রশাসকদের অনুকূলে বিশেষ প্রকল্প কর্মসূচির আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে গম খাদ্যশস্য হিসাবে ৪৫০ মেট্রিক টন চাল উপ বরাদ্দ প্রদান করা হয়।