বুধবার, এপ্রিল ২৩Dedicate To Right News
Shadow

প্যারিসে আজ থেকে বাংলাদেশ সপ্তাহ ‘রুহগার সি লাহ্’

Spread the love

আলোকচিত্র-চলচ্চিত্র প্রদর্শনী, সাহিত্য আড্ডাসহ সাংস্কৃতিক নানা আয়োজনে আজ ৭ এপ্রিল থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হয়েছে বাংলাদেশ সপ্তাহ ‌‘রুহগার সি লাহ্’। এই আয়োজনে বাংলাদেশ ও ফ্রান্সের স্থাপত্য, শিল্পচর্চা, সাহিত্য, জলবায়ু কর্মসূচি এবং চলচ্চিত্রের নানা দিক নিয়ে আলোকপাত করবেন বিশেষজ্ঞরা। আগামী ১২ এপ্রিল পর্যন্ত চলবে এ আয়োজন।

আজ সোমবার আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইন্তেতিউ ফ্রনসে, লিতনিদসিয়া একতিফ পোর লা তিউর দ্য গ্রান ফ্লাভ, সি তো দু লারসিটেকতিউন, ইপালকো, তিয়েআর, নাসিওনাল দুলাহ কোলিন- প্রতিষ্ঠানগুলো এই আয়োজনে সহযোগিতা করছে।

আজ ৭ এপ্রিল শাহিন দিল-রিয়াজ নির্মিত প্রামাণ্যচিত্র ‘ব্যাম্বো স্টোরিজ’ প্রদর্শিত হবে। পাঁচজন মানুষ কিভাবে বিপজ্জনক নদীপথে ২৫ হাজার বাঁশ ঢাকায় পৌঁছানোর চেষ্টা করে তা তুলে ধরা হয়েছে এই প্রামাণ্যচিত্রে।

পরে ‘এরিক অরসেন্না ও এলিজাবেথ আয়রোল্ট’ শিরোনামের বাহাসে বাংলাদেশের সাংস্কৃতিক, রাজনৈতিক ও পরিবেশগত পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন অতিথিরা। বাংলাদেশের জলবায়ুবান্ধব নকশা, উপাদান ও মানবিক দৃষ্টিকোণভিত্তিক স্থাপত্য নিয়ে নিজস্ব ভাবনার কথা শোনাবেন কাশেফ মাহবুব চৌধুরী। মার্ক বারানি, ম্যাথিউ লুকাস, ফ্র্যাঙ্ক বউটে, লুইজ লোপেজ ও ফ্রান্সিস রামবে ‘ওল্ড ঢাকা লার্নিং প্রজেক্ট’ শিরোনামে টেকসই শহর পরিকল্পনার কথা বলবেন। পুরান ঢাকার জীবন ও বুড়িগঙ্গার পাড়ের মানুষের গল্প ফুটে উঠবে ‘গানের কলি’ শিরোনামের পারফরম্যান্স আর্টে। বাংলাদেশের জলবায়ু উদ্বাস্তুদের গল্প নিয়ে ফটোসাংবাদিক লরাঁ ওয়েইলের ‘বেঙ্গল ডেল্টা: জার্নি টু দ্য ল্যান্ড অব মিসফরচুন’ প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হবে এ আয়োজনে।

এক বিধ্বস্ত মা তিমি ও বাংলাদেশি জেলেদের চোখে পরিবেশ ধ্বংসের চিত্র তুলে ধরা হয়েছে আফরোজা হোসেইন সারার অ্যানিমেটেড শর্ট ফিল্ম ‘সং অব হোয়েলস’-এ। ঢাকার জলবায়ু অভিযোজন, নদী তীর এলাকার উন্নয়ন, পরিবেশগত ও ঐতিহ্যগত চ্যালেঞ্জ নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে বাংলাদেশ সপ্তাহের আয়োজনে। শহীন আখতার, আখতারুজ্জামান ইলিয়াস ও কাইজার হকের লেখা থেকে নাটিকা মঞ্চায়ন করবেন ওয়াজদি মুয়াওয়াদ।

শাহীন আখতার, কাইজার হক, অলিভিয়ের লিটভিন ও অলিভিয়ের বুগনো বাংলা সাহিত্যের বিকাশ ও সামাজিক প্রভাব নিয়ে কথা বলবেন ‘বাংলা সাহিত্য ও সমাজ’ শীর্ষক গোলটেবিল আয়োনে।

বাংলাদেশি ও ফরাসি শিল্পীদের যৌথ পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তাহটি শেষ হবে। এতে অংশ নেবেন রাহুল আনন্দ, মানু থেরন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *