বুধবার, এপ্রিল ২৩Dedicate To Right News
Shadow

নেত্রকোনা জেলার আঙ্গারোয়া গ্রামে পালিত হচ্ছে দিনরাত ব্যাপি খনার মেলা

Spread the love

ভোরের হাওয়ায় উদ্বোধনের মধ্য দিয়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আঙ্গারোয়া গ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে খনার মেলা। চৈত্র সংক্রান্তির দিন সূর্যোদয় থেকে পহেলা বৈশাখ সূর্যোদয় পর্যন্ত দিনরাত ব্যাপি নানা আয়োজনের মধ্যে থাকছে গান, কবিতা, বাউল গান, কিচ্ছাপালা, গাইন গীত, শ্লোক, খনার কৃষি, স্বাস্থ্য, পরিবেশ, জীবন আর জ্যোতির্বিদ্যা নিয়ে বিশেষ আলোচনা। উল্লেখ্য, গতবছর চৈত্র সংক্রান্তিতে মঙ্গলঘর পরিসরের আয়োজনে নেত্রকোনা-ময়মনসিংহ-কিশোরগঞ্জের ভৌগোলিক ও সাংস্কৃতিক সংযোগস্থল আঙ্গারোয়া গ্রামের উঠান মঞ্চে প্রথমবারের মতো অনুষ্ঠিত খনার মেলা ব্যাপক সাড়া ফেলে।

সারা দিনরাত ব্যাপি আয়োজিত এই মেলায় গান পরিবেশন করবেন প্রখ্যাত বাউল সুনীল কর্মকার, প্রবীণ কৃষক বাউল মিয়া হোসেন ও শেফালি গায়েন। গান করবেন দেশ বরেণ্য শিল্পী কফিল আহমেদ, কৃষ্ণকলি ও তার দল, সংগঠন সমগীত, ব্যান্ড সহজিয়া, চিৎকার, মুসা কলিম মুকুল, ফকির সাহেব, কুয়াশা মূর্খ, নূপুর সুলতানা, মঙ্গলঘরের শিল্পী কৃষক দুদু কাঞ্চন, দুলাল চিশতি, তরুন শিল্পী ফয়সল, উদয়, সুমন, হৃদয় সহ আরও অনেকে।

উপস্থিত দর্শক-শ্রোতার অংশগ্রহনে খনার উপর বিশেষ আলোচনা পর্বে ‘জল ভালা ভাসা/ মানুষ ভালা চাষা’ এই প্রতিপাদ্য নিয়ে কথা বলবেন, গবেষক-লেখক পাভেল পার্থ, প্রাকৃতিক কৃষি আন্দোলনের সংগঠক দেলোয়ার জাহান, কবি আহমেদ নকিব, লেখক ও সংস্কৃতি সংগঠক বাকি বিল্লাহ, শিল্পী ও সংস্কৃতি সংগঠক বীথি ঘোষ, কবি আসমা বীথি, সংস্কৃতি সংগঠক আবুল কালাম আল আজাদ, লোক-সাহিত্য গবেষক রাখাল বিশ্বাস, মঙ্গলঘর পরিসরের প্রধান সংগঠক বদরুন নূর চৌধুরী লিপন ও শিল্পী কফিল আহমেদ।

পুরো আয়োজনের সার্বিক সহযোগিতায় রয়েছে এলাকাবাসী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও মিডিয়া কম্যুনিকেশন প্রতিষ্ঠান কুল এক্সপোজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *