
নবগঠিত থিয়েটার সংগঠন ভার্স ল্যাব থিয়েটারের প্রথম নাট্য প্রযোজনা “আইডেনটিটি” মঞ্চস্থ হবে আগামী ১৮ ও ১৯ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে। এই একক অভিনয়ভিত্তিক নাটকটির রচয়িতা ও অভিনয়শিল্পী রকি খান, যিনি একইসঙ্গে দলের শিল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
“আইডেনটিটি” সম্পর্কে রকি খান বলেন, “আইডেনটিটি” একটি দার্শনিক ও আত্ম-অনুসন্ধানমূলক নাট্যকর্ম, যেখানে রবি নামক চরিত্রটি সমাজে আরোপিত বিভিন্ন ভূমিকা ও প্রত্যাশার মাঝে নিজের প্রকৃত পরিচয় সন্ধানে যাত্রা করে। নাটকটির কাঠামোতে রবি বিভিন্ন প্রতীকী চরিত্রের মুখোমুখি হয়—যাদের প্রত্যেকে জীবনের ভিন্ন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে। এদের মধ্যে রয়েছেন বাস্তববাদী ব্যবসায়ী, সাফল্যনির্ভর যুবক, অন্তর্দর্শী শিক্ষক, প্রেমের প্রতিনিধি, সমাজ-বিদ্রুপকারী, এবং এক আধ্যাত্মিক ফকির। প্রতিটি সাক্ষাৎ রবি-কে নতুন উপলব্ধির দিকে এগিয়ে নিয়ে যায়।
নাটকের সমাপ্তিতে চরিত্রটি উপলব্ধি করে যে পরিচয় কোনো নির্দিষ্ট রূপ নয়, বরং জীবনের অভিজ্ঞতা ও বিভিন্ন ভূমিকায় আবৃত এক জটিল মানবিক নির্মাণ।
জানা গেছে, প্রযোজনাটি সকল দর্শকের জন্য উন্মুক্ত ও বিনামূল্যে উপভোগযোগ্য। তবে আসন সংখ্যা সীমিত হওয়ায় পূর্ববর্তী সংরক্ষণ আবশ্যক। আসন সংরক্ষণের জন্য যোগাযোগ: ০১৭৭৭৩৭৯৮১৮, ০১৮৭৭৮৯১১৫৩।