বুধবার, জুলাই ৯Dedicate To Right News
Shadow

ইউএপিতে ডিস্টিংগুইশড লেকচার সিরিজ

Spread the love

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ব্যবসায় প্রশাসন বিভাগ (ডিবিএ) এবং ক্লাব অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং (সিএফএ) আজ রোববার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর গ্রীন রোডস্থ ইউএপি মিলনায়তনে “বাংলাদেশের উন্নয়ন যাত্রা: অর্জন, চ্যালেঞ্জ এবং সুযোগ” শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
ডিস্টিংগুইশড লেকচার সিরিজের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. সেলিম জাহান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন স্থপতি মাহবুবা হক এবং বিশেষ অতিথি ছিলেন ইউএপির উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান।
প্রধান বক্তা ড. সেলিম জাহান তার বক্তব্যে বলেন, দেশের ভৌত অবকাঠামোর উন্নয়ন হলেও কাঙ্ক্ষিত সামগ্রিক উন্নয়ন এখনো অর্জিত হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সমাজ জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। বৈষম্যের কারণে একটি শ্রেণি রাষ্ট্রের কোষাগারকে নিজেদের সম্পদ হিসেবে ব্যবহার করছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি বর্তমানে এক সংকটময় সময় অতিক্রম করছে। প্রবৃদ্ধির হার ৬.৪ শতাংশ বা ৫.৯ শতাংশ—এই সামান্য পার্থক্য বড় কোনো বিষয় নয়; গুরুত্বপূর্ণ হলো এই প্রবৃদ্ধি সাধারণ মানুষের জীবনে কতটা ইতিবাচক প্রভাব ফেলছে। মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাময়িকভাবে কমলেও তা আবার বেড়েছে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন রিপোর্ট অফিসের সাবেক পরিচালক ড. জাহান আরও বলেন, অর্থনীতিতে উল্লেখযোগ্য স্লথতা দেখা দিয়েছে। প্রবৃদ্ধি হ্রাস পেলে অর্জিত উন্নয়নও ঝুঁকির মুখে পড়বে।
সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে কিছু তাৎক্ষণিক, স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি সংস্কার অপরিহার্য। বিশেষ করে, যখন মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন তাৎক্ষণিক সংস্কারের মাধ্যমে মানুষের জীবনমান উন্নত করার ওপর গুরুত্বারোপ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউএপির ট্রাস্টি ড. মোহাম্মদ আলাউদ্দিন, কাইয়ুম রেজা চৌধুরী, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. এম. এ. বাকি খালিলি, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান জনাব সারওয়ার আর. চৌধুরী, অনুষদের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে ডিস্টিংগুইশড লেকচার সিরিজের আহ্বায়ক অধ্যাপক ড. নাজমা বেগম স্বাগত বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়নে এ ধরনের অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *