বুধবার, জুলাই ৯Dedicate To Right News
Shadow

কিশোর-তরুণদের স্বার্থে চলচ্চিত্রে ধূমপানের দৃশ্যায়ন বন্ধ করার আহ্বান

Spread the love

চলচ্চিত্রে ৯৯ শতাংশ চরিত্র ধূমপান, মাদকসহ নেতিবাচক বিষয় ছাড়া চরিত্রায়ন সম্ভব। এক্ষেত্রে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, অভিনয় শিল্পী ও চিত্রনাট্যকারদের সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার বিষয়ে সজাগ থাকতে হবে। কিশোর-তরুণদের স্বার্থে চলচ্চিত্রে ধূমপান, মাদকসহ নেতিবাচক দৃশ্যায়ন পরিহার করতে হবে। জাতীয় সম্প্রচার নীতিমালা এবং জনস্বাস্থ্য আইনের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল থাকতে হবে।

২৯ এপ্রিল ২০২৫ বিকেলে আগারগাঁও এ মানস- মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা আয়োজিত ‘চলচ্চিত্রে তামাক ও মাদক-কে না বলি ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান।

মানস এর প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপরতন চৌধুর’র সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক মো: জাহিদুল ইসলাম, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এর পরিচালক আরিফ সাদেক, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড এর উপ-পরিচালক মো: মঈনউদ্দিন, চলচ্চিত্র গবেষক ড. ইসলাম শফিক, আব্দুল্লাহ জহির বাবু, সাংবাদিক নিখিল ভদ্র প্রমুখ। সভায় প্রবন্ধ উপস্থাপনা করেন মানসের প্রকল্প সমন্বয়কারী উম্মে জান্নাত এবং সেমিনার সঞ্চালনা করেন মানসের সিনিয়র প্রজেক্ট ও কমিউনিকেশন অফিসার মো. আবু রায়হান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *