
যার হৃদয়ে ভালোবাসা জাগে,
তাঁর পথেই আলো লাগে।
শান্ত বাণী, নরম ছোঁয়া—
মনটা যেন পবিত্র ছায়া।
যে হাসে অন্যের সুখ দেখে,
বুক ভরে যায় তার সৌন্দর্যে।
অহংকারে যিনি দেয় বাঁধন,
জীবন তাঁর হয় না কুন্ঠিত কান্না।
যার মন মুক্ত, নির্মল নদী,
তাঁর চারিদিকে ফুল ফোটে সদাই।
কথায় থাকে না বিষ বা ঘৃণা,
তাঁর জীবন হয় গান ও সুরের বিনা।
সুন্দর মুখ নয়, সুন্দর মন,
তাই তো জীবনের প্রকৃত ধন।
যে ভালবাসে ছোটকে, বড়কে,
সেই তো বাঁচে সত্য রঙে।
তাই বলি বারবার আবার,
মনটা করো গো উদার আর খোলামেলা।
যার মন সুন্দর, জীবন তার—
আকাশছোঁয়া, আলোতরঙের খেলা।