রবিবার, নভেম্বর ১৬Dedicate To Right News
Shadow

মুক্তি পাচ্ছে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘আরাম চশমা’

Spread the love
মুক্তি পাচ্ছে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘আরাম চশমা’। গতকাল মঙ্গলবার (৬ মে ২০২৫) অনলাইনে প্রকাশিত হয়েছে জনপ্রিয় বিজ্ঞান লেখক নাঈম হোসেন ফারুকীর গল্প নিয়ে নির্মিত ‘আরাম চশমা’ নামের প্রথম পোস্টার। সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক সেলিম খান। তার প্রথম পরিচালনা এটি। এর আগে তিনি কাজ করেছেন শরাফ আহমেদ জীবনের সহকারী পরিচালক হিসেবে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন জনপ্রিয় লেখক ও চলচ্চিত্র পরিচালক নাহিদ হাসনাত এবং তরুণ লেখক মাহাথির মোহাম্মদ।
সিনেমাটির পোস্টারে একটা বিলবোর্ডে দেখা গেছে অধ্যাপক মানস চৌধুরী, অধ্যাপক সলিমুল্লাহ খান, ফরহাদ মজহার এবং অধ্যাপক মোহাম্মদ আজমকে।তারা সিনেমাটিতে অভিনয় করেছে কিনা এ বিষয়ে মন্তব্য করেননি পরিচালক সেলিম খান।
নিজের ফেসবুকে আইডিতে পোস্টারের ক্যাপশনে পরিচালক লিখেছেন, “চোখের চাতালে হামাগুড়ি দেয় ঠুলি, আরামচশমা পরো, চোখদুটো তুলি…”
এ বিষয়ে নির্মাতা সেলিম খান বলেন, ক্যাপশনের দুই লাইনেই অদ্ভুত কথার মধ্যে প্রোথিত আছে যাবতীয় সমাজবাস্তবতার নিরেট চোখ। এই বস্তু চোখে পড়লেই যেন এখানে চোখ হয়ে ওঠে গৌণ আর চশমা হয়ে ওঠে মুখ্য। আরামচশমা আমাদের এদেশেরই অংশ। এদেশের নিত্যনৈমিত্তিক ঘটনা তদারকির জন্য এ চশমা চেয়ে থাকে দিনভর।
তিনি আরও বলেন, ধরুন, আপনি জনসম্মুখে একজন যুবতীকে লাঞ্ছিত হতে দেখছেন; কিংবা ধরুন ঐ যুবতী আপনার নিজের মেয়ে, ঐ মুহূর্তে আপনি যখন আরাম চশমা পরে ঘটনাস্থলে হাজির হবেন, তখন ঐ দৃশ্য আপনার চোখে অতি মনোহর ঠেকবে। আপনি মুগ্ধ দর্শকের মতো দৃশ্য উপভোগ করবেন। কৌতুহলী হয়ে দেখতে চাইবেন কখন এটা ক্লাইম্যাক্সে পৌঁছাবে। আপনি একা নন। সবার দিকে তাকিয়ে দেখলেন অনেকেই আপনার মতো আরামচশমা পরে আছে। আপনার আরো আনন্দ হবে। আপনি চাইবেন এগুলো প্রতিনিয়ত ঘটুক।
তিনি আরও বলেন, আমাদের চারপাশে প্রাসঙ্গিক হয়ে বসে আছে বিচিত্র টানাপোড়েন। আমরা খালিচোখে দেখলেই ঐগুলার নাম হবে অসঙ্গতি, অন্যায় এবং অনাচার। আর আরামচশমা ঐ দৃশ্যের গায়ে প্রলেপ লেপে আমাদেরকে দেখায় সবচেয়ে চমকপ্রদ ঘটনা।
খুব শিগগিরই অনলাইন প্লাটফর্মে ‘আরাম চশমা’ প্রকাশিত হবে বলে জানিয়েছেন পরিচালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *