বুধবার, জুলাই ৯Dedicate To Right News
Shadow

সুহৃদ’এ ঈদ উল আযহা’র পোশাকে ৫০% ছাড়!

Spread the love

বিশ্বস্ত প্রতিষ্ঠান ফ্যাশন আউটলেট সুহৃদ ঈদ উল আযহা উপলক্ষ্যে নান্দনিক সব পোশাকে ৫০% ছাড় দিয়েছে। এই ছাড় চলবে স্টক থাকা পর্যন্ত। ফ্লাট ৫০% ছাড়ে পাওয়া যাবে নান্দনিক সব গ্রীষ্মের পোশাক।

হোম ডেলিভারির বিশ্বস্থ প্রতিষ্ঠান সুহৃদ ঈদ উপলক্ষে নান্দনিক নকশার পাঞ্জাবি এনেছে। ফরমায়েশ দিলে ঘরে বসেই এসব পোশাক পাওয়া যাবে। সুহৃদ নন্দিত ব্র্যান্ড ব্যাং এবং মানসম্মত পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান এম্পেরর’র পাঞ্জাবি সমগ্র উত্তরবঙ্গে পাইকারী, খুচরা এবং অনলাইন এ বিক্রির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান!

এছাড়াও সুহৃদ কম মূল্যের, তারুণ্য নির্ভর, স্টাইলিস্ট, আরামদায়ক, পুরোটাই সূতি ফ্রেবিকস এবং মার্জিত, বাহারী ডিজানের নিজস্ব উৎপাদিত পাঞ্জাবিও এনেছে। নানা রঙের মানসম্মত, আরামদায়ক এইসব পাঞ্জাবিগুলো পাওয়া যাবে- রানার প্লাজা, ৩য় তলা, দোকান নং : ৫২, নবাববাড়ি রোড, বগুড়া।

এ ছাড়াও মাত্র ৫৯৯-৬৯৯ টাকায় পছন্দের পাঞ্জাবি দিচ্ছে সুহৃদ! একই সঙ্গে সুহৃদ’র নিজস্ব পেজ www.facebook.com/shuhrid.bd থেকে অনলাইনের মাধ্যমেও অর্ডার করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *