বৃহস্পতিবার, এপ্রিল ১৮Dedicate To Right News
Shadow

Day: নভেম্বর ২২, ২০২১

জাবি ভর্তি পরীক্ষায় ব্রেস্ট ফিডিং কর্নার

জাবি ভর্তি পরীক্ষায় ব্রেস্ট ফিডিং কর্নার

শিক্ষা, শিরোনাম
জাবি প্রতিনিধি বিউটি বেগম (ডাক নাম) তার ভর্তি পরীক্ষার্থী মেয়ে ও এক বছরের শিশুকে নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছেন।  সবকিছু ঠিকঠাক চলছিল। বিপত্তি বাঁধল যখন বিউটি বেগম ১ বছরের শিশুটিকে বুকের দুধ খাওয়াবেন। আশেপাশে দেখলেন মানুষের অনেক ভিড়। কিছুক্ষণ হাঁটতে হাঁটতে তিনি একটা স্টল পেলেন যেখানে লেখা 'ব্রেস্ট ফিডিং কর্নার'। তিনি দেখলেন এখানে এমনভাবে সাজানো কর্নার যেখানে কোনো প্রকার ঝই-ঝামেলা ছাড়াই সুন্দরভাবে দুগ্ধপান করানো যায়।  শিশুটিকে দুগ্ধ পান করার পর স্বস্তি পেলেন বিউটি বেগম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডীপ ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশন (DESRF's) ব্রেস্ট ফিডিং কর্নারটি স্থাপন করেছে যেখানে বিউটি বেগমের মতো আরো অনেকেই পেয়েছেন কাঙ্ক্ষিত একটু জায়গা। জায়গাটি আয়তনে কম হলেও তার প্রয়োজন বিউটি বেগমদের কাছে অসামান্য। ডীপ ইকোলজির ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রশংস...