বুধবার, সেপ্টেম্বর ২৭Dedicate To Right News
Shadow

Day: আগস্ট ২, ২০২২

ঢাকায় এস্টার হাসপাতালের পার্টনারস মিট

ঢাকায় এস্টার হাসপাতালের পার্টনারস মিট

শিরোনাম, স্বাস্থ্য
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ২ আগস্ট ঢাকার হোটেল সারিনায় অনুষ্ঠিত হয়ে গেল ভারতে অন্যতম বৃহৎ বেসরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান এস্টার সিএমআই হাসপাতাল ও এস্টার আরভি হাসপাতালের পার্টনারস মিট। প্রতিষ্ঠানটির বাংলাদেশ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল সেলস ম্যানেজার সপ্তক দাস, নিউরোসার্জারির সিনিয়র কনসালটেন্ড ডাঃ হরিপ্রকাশ চক্রবর্তী, হেড এন্ড নেক অনকোলজি বিভাগের প্রধান ডাঃ বিক্রম দীলিপ কেকাটপিওর এবং এইচপিবি ও লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারী বিভাগের প্রধানকনসালটেন্ড ডাঃ সোনাল আস্থানা। অনুষ্ঠানে বক্তারা বলেন , এস্টার চেষ্টা করে শেষ বিন্দুকণা দিয়ে হলেও একজন রোগীকে সুস্থ করার। বিনা চিকিৎসায় একজন মানুষও যাতে মৃত্যুর কোলে ঢলে না পড়ে সে লক্ষেই কাজ করছে প্রতিষ্ঠানটি। স্বল্পমূল্যে সর্বোচ্চ সেবা প্রদানই এস্টারের লক্ষ্য। উল্লেখ্য, ভারতসহ সাতটি দেশে এস্টার ডিএম হ...
গগন সাকিবের দুঃখের মুঠো (ভিডিওসহ)

গগন সাকিবের দুঃখের মুঠো (ভিডিওসহ)

বিনোদন, শিরোনাম
প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়েছে কন্ঠশিল্পী গগন সাকিবের নতুন মিউজিক ভিডিও ‘দুঃখের মুঠো’। খন্দকার নাঈমের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন রাজ হৃদয়। অন্তর হাসানের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত গানের মিউজিক ভিডিওতে গগন সাকিবের সঙ্গে মডেল হয়েছেন ডল। এর আগে একই চ্যানেল থেকে গগন সাকিবের দুদুঃখের কারাগার গানটি দারুন সাড়া জাগিয়েছিল। নতুন গান নিয়ে গগন সাকিব বলেন, ‘লায়নিকের জন্য একাধিক গান তৈরি আছে। দুদুঃখের মুঠো গানটিতে শ্রোতা-দর্শকরা আমাকে ভিন্নভাবে খুঁজে পাবেন। ভিডিওটিও চমৎকার হয়েছে। এই ব্যানার থেকে আমার আরো একাধিক গান রয়েছে মুক্তির অপেক্ষায়।’ এদিকে সম্প্রতি গগন সাকিবের একটি গান ইউটিউবে ১০০ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে। পাশাপাশি গগনের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ১ মিলিয়ন ছাড়িয়েছে। ভিডিও লিংক: https://youtu.be/STEEFHIRMcI...
অ্যামাজন প্রাইমে বাংলাদেশি নির্মাতার ছবি

অ্যামাজন প্রাইমে বাংলাদেশি নির্মাতার ছবি

বিনোদন, শিরোনাম
বাংলাদেশি নির্মাতা আহমেদ তাহসিন শামস নির্মিত চলচ্চিত্র ‘দেহস্টেশান’ মুক্তি পেয়েছে আন্তর্জাতিক ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে। জুলাই থেকে যুক্তরাজ্য ও যুক্তরাস্ট্রের দর্শকদের জন্য মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। নির্মাতা জানান, কিছুদিনের মধ্যেই বাংলাদেশের দর্শকদের জন্যও চলচ্চিত্রটি উন্মুক্ত হতে যাচ্ছে। সামাজিক বিয়োগাত্মক ঘরানার চলচ্চিত্রটিতে একজন যৌনকর্মী ও তার সন্তানের জীবন সংগ্রাম ও সমাজ বাস্তবতায় তাদের সুন্দর ভবিষ্যতের দিকে যাত্রার পরিণতির চিত্রও ফুটে উঠেছে। চলচ্চিত্রটির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী মৌমিতা মিত্র। আরও রয়েছেন বাংলাদেশের শাহাদাত হোসাইন, প্রয়াত এস এম মোহসিন, হোসাইন মোহাম্মদ বেলাল, আহমেদ রানা, মোহাম্মদ ইকবাল হোসাইন, ফারহানা ইভা, সৈকত সিদ্দিকি প্রমুখ। দেশের প্রেক্ষাগৃহে মুক্তি না পেলেও চলচ্চিত্রটির গান ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ইউটিউবে। চলচ্চিত্রটিতে ব্যা...