এবার রাঙ্গামাটি জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন মনিরা পারভীন
গত সপ্তাহেই ২০২৩ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় "রাঙ্গামাটি সদর উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা)" নির্বাচিত হয়েছিলেন মনিরা পারভীন। এবার সেই ধারাবাহিকতায় হয়েছেন "রাঙ্গামাটি জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক -২০২৩"।
আজ এ সংবাদটি নিজের ফেসবুকে সকলকে জানিয়ে মনিরা পারভীন বলেন, "অনেক অনেক গুণী শিক্ষকের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ রাঙ্গামাটি জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়াটা বিস্ময়কর ও আনন্দের। অফিসিয়াল রেজাল্ট জেনেছি কিছুক্ষণ আগে। প্রাপ্তিটা মূলত আমার শিক্ষার্থীদের। কৃতজ্ঞতা আমার উত্তর কুতুকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকর্মীবৃন্দের প্রতি, যাঁরা বিচক্ষণতার সাথে নির্বাচন করেছেন তাঁদের প্রতি, কৃতজ্ঞতা রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ, জেলা শিক্ষা কর্মকর্তাবৃন্দ, রাঙ্গামাটি পিটিআই ও শিক্ষা বিভাগের সকলের প্রতি যাঁরা কিছু ক্ষেত্রে আমার চেয়ে আমাকে ভালো চেনে...