ট্রান্সকম গ্রুপের ডিজিটাল ট্রান্সফর্মেশনে ভূমিকা রাখবে মাইক্রোসফটের সেবা
বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান ট্রান্সকম গ্রুপ নিজেদের সকল ব্যবসায়িক কার্যক্রমে ডিজিটালাইজেশন ত্বরান্বিত করতে মাইক্রোসফটের সেবা ব্যবহার করবে। মাইক্রোসফটের ক্লাউড সল্যুশন পার্টনার এলিভেট সল্যুশনস লিমিটেডের সাথে অংশীদারিত্ব করে ট্রান্সকম গ্রুপ, যার মাধ্যমে প্রতিষ্ঠানটি নিজেদের কর্মীদের অভিজ্ঞতার আধুনিকায়ন ও সমৃদ্ধ গ্রাহকসেবা নিশ্চিতে কার্যকর ও সাশ্রয়ী ডিজিটাল ভিত্তি তৈরি করবে।
ট্রান্সকম গ্রুপ মাইক্রোসফটের সহায়তায় এর ১২টি কৌশলগত ব্যবসায়িক ইউনিটের (স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট- এসবিইউ) সবগুলো মাইক্রোসফট অ্যাজিউর -এ পরিচালনা করবে। অ্যাজিউর এর ক্লাউড প্ল্যাটফর্মে ২শ'টিরও বেশি পণ্য ও ক্লাউড সেবা রয়েছে। যার মাধ্যমে প্রয়োজনীয় সকল টুল ও ফ্রেমওয়ার্ক সহ বিভিন্ন ক্লাউড ও অন-প্রিমিসেস (সেবাগ্রহীতার অবকাঠামোর ভেতরে থাকা সার্ভার) সার্ভারে বিভিন্ন বিষয় পরিচালনা ও ব্যবস্থাপনা করা যাবে। প্রতিষ্ঠানের...