আমেরিকা মাতালেন সায়েরা রেজা
গত ৬ জুলাই একই দিনে আমেরিকার ২ টি অঙ্গরাজ্যে গান গেয়ে দর্শকদের মাতালেন সুফী, ফোক ও রক গানের জনপ্রিয় শিল্পী সায়েরা রেজা। ঐ দিন দুপুরে প্রতিবছরের মত জনপ্রিয় কমিউনিটি ব্যক্তিত্ব পারভিন পাটোয়ারী’র নেতৃত্বে একাত্তর ফাউন্ডেশনের উদ্যোগে ফোর্টহান্ট পার্ক, আলেকজান্দ্রিয়ায় আয়োজিত হয় ‘পান্তা ইলিশ’ উৎসব। ভার্জিনিয়ার বাঙ্গালীদের কাছে উৎসবটি অত্যন্ত জনপ্রিয়। দিনভর বিশাল আয়োজনে, হাজার পাঁচেক মানুষের উপস্থিতিতে বাঙ্গালী ভুরিভোজনের সাথে ছিল এই মনোজ্ঞ কনসার্ট। এ কনসার্টের মূল আকর্ষণ ছিল বাংলাদেশের দুই প্রজন্মের দুই জনপ্রিয় শিল্পী ডলি সায়ন্তনী এবং সায়েরা রেজা। বিকেলে এ কনসার্ট শেষ করেই, সায়েরা রেজা উড়ে যান নিউ ইয়র্ক। রাতে গান করেন প্রবাসী বেঙ্গলী ক্রিশ্চিয়ান এসোসিয়েসনের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী সেলিব্রেশন গালা তে। দুইদিন ব্যাপী এ বিশাল আয়োজনের প্রথমদিনের আইকন আর্টিস্ট ছিলেন সায়েরা রেজা এবং দ্বিতীয় দিনের আইকন...