সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সন্দ্বীপে গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত
সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত কর্মযজ্ঞের অংশ হিসাবে চট্টগ্রামের সন্দ্বীপে অংশীজনের অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গণযোগাযোগ অধিদপ্তর শনিবার (৩০শে নভেম্বর) দিনব্যাপী এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে সম্পদ ব্যক্তি হিসাবে ভার্চ্যুয়ালি বক্তব্য প্রদান করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আকতার হোসেন। বক্তব্যে মহাপরিচালক তথ্য অফিসসমূহকে যুগের সঙ্গে তাল মিলিয়ে গণযোগাযোগের আধুনিক পদ্ধতি অনুসরণের তাগিদ দেন। সেমিনারে সভাপতির বক্তৃতায় অতিরিক্ত মহাপরিচালক খালেদা বেগম বলেন, গণযোগাযোগ অধিদপ্তরের দেশব্যাপী তথ্য অফিসসমূহের প্রতিনিধিরা সরাসরি মানুষের সঙ্গে কাজ করেন। তিনি মানুষের মাঝে সততা, নৈতিকতা, বৈষম্যহীন সমতার চেতনা জাগ্রত করে সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে তথ্য অফিসসমূহের কর্মকর্তা-কর্মচারীদের আরও তৎপর হওয়ার আহ্বান জানান।
সেমিনারে আরও বক্তৃতা করেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্...