কিডস টাইমের ৭ম জন্মদিন উদযাপিত
শিশুদের অংশগ্রহণে বর্ণিল, বৈচিত্র্যময় নানা আনন্দ আয়োজনের মধ্য দিয়ে ১ নভেম্বর (শুক্রবার) পালিত হল জনপ্রিয় আফটার স্কুল প্রোগ্রাম কিডস টাইমের ৭ম জন্মদিন।
ধানমন্ডি শাখায় আয়োজিত এ জন্মোৎসবে কিডস টাইমের ধানমন্ডি, খিলগাঁও, কিশোরগঞ্জ, সাভার, রাজশাহী এবং প্রিস্কুলের শিক্ষার্থীরা সহ, অনলাইন ও অফলাইন প্রোগ্রামের প্রায় ৫০০ শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে শিশুরা ছড়া, দলীয় ও একক নৃত্য, গান ও নাটক পরিবেশন করে। গুফির জনপ্রিয় চরিত্রগুলো পাপেট শোতে অংশনেয়। রেফেল ড্র এবং কেক কাটা এই অনুষ্ঠানকে আরো আনন্দময় করে তোলে।
অনুষ্ঠানে গিফট পার্টনার ছিল ইফাদ, এ সি আই এবং পুষ্টি পার্টনার গ্রামীণ ডানোনের শক্তি, লার্নিং পার্টনার টিচার্স টাইম। কিডস টাইমের ৭ম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে রেফেল ড্র পার্টনার টগুমগু শিশুদের জন্য বিশেষ উপহার প্রদান করে।
লাইট অব হোপ লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও ওয়ালীউল্লাহ ভূঁইয়া বলেন...