বাংলাভিশনে শুরু হচ্ছে ‘পবিত্র কুরআনের আলো’
প্রতিবছরের ন্যায় বাংলাভিশনে ১৭তম বারের মতো শুরু হচ্ছে হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘পবিত্র কুরআনের আলো’। ঢাকা বিভাগীয় নতুন প্রতিযোগীদের গত ০৯ নভেম্বর (শনিবার) প্রথম অডিশন নেওয়া শুরু হয়েছে। এ উপলক্ষে একইদিনে রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনের নতুন উদ্বোধনী ও গত বছরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবিত্র কুরআনের আলো ফাউন্ডেশন’র চেয়ারম্যান ও বিশিষ্ট ইসলামিক স্কলার প্রফেসর মো. মোখতার আহমাদ, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম এবং বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান বিচারক হাফেজ মাওলানা নাজীর মাহমুদ, মাওলানা আতাউল্লাহ আল মামুনসহ আরো অনেকে।
দেশের সেরা হাফেজ সন্ধানের এই বিশেষ অনুষ্ঠান বাংলাভিশনে প্রচারিত হবে ০১ রমজান থেকে মাসব্যাপী প্রতিদিন ইফতারের আগে। বাংলা...