উদ্ভাবনী ডিজিটাল লাইফস্টাইল প্যাক ‘রাইজ’ চালু করল বাংলালিংক
অনবদ্য ডিজিটাল অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে দেশের তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে একটি উদ্ভাবনী ডিজিটাল লাইফস্টাইল প্যাক 'রাইজ' চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক।
তরুণদের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে সরকারের লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে 'রাইজ' প্যাকটি চালু করা হয়েছে। এ প্যাকের মাধ্যমে তরুণরা রাইজ' নামের এআই-সমৃদ্ধ অ্যাপে এক্সেস পাবে। যার মাধ্যমে এআই-সমর্থিত বিভিন্ন টুলস, ফিচার ও প্রয়োজনীয় রিসোর্সের মাধ্যমে নিজেদের বিকাশ ঘটাতে পারবেন।
এছাড়াও, 'রাইজ' প্যাকে রয়েছে বিশেষ 'সীমাহীন ইন্টারনেট' ফিচার। এ ফিচারের ফলে ব্যবহারকারীরা অব্যাহতভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। অর্থাৎ, এ প্রিপেইড প্যাকেজে মেয়াদ থাকার সময় ব্যবহারকারীদের ইন্টারনেট ভলিউম শেষ হয়ে গেলেও ইন্টারনেট বন্ধ হবে না।
এ উপলক্ষে রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকি'তে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠা...