শীর্ষ রেমিট্যান্স ব্যাংক গ্রহীতার স্বীকৃতি গ্রহণ করলো ন্যাশনাল ব্যাংক
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে প্রেরিত রেমিট্যান্স গ্রহণের ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ গ্রহীতা হিসেবে সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত "বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার ২০২৪"-এ "শীর্ষ রেমিট্যান্স ব্যাংক গ্রহীতা ২০২৪" হিসেবে স্বীকৃতি পেয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে গত ২৫ নভেম্বর, ২০২৪ ঢাকার বাংলামোটরে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর হাতে "শীর্ষ রেমিট্যান্স ব্যাংক গ্রহীতা ২০২৪" এর ক্রেস্ট তুলে দেন রায়হানুল ইসলাম চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এসময় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. তৌহিদুল আলম খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ আকতার উদ্দিন আহমেদ, ইমরান আহমেদ ও মো. আব্দুল মতিন, ফরেন রেমিট্যান্স বিভাগের প্রধান মিল্টন রা...