৬ষ্ঠ এনডিএফ বিডি চট্টগ্রাম বিভাগীয় বিতর্ক উৎসব ২০২৫
আগামী ২৪ ও ২৫ জানুয়ারি ২০২৫ চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (CVASU) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) চট্টগ্রাম জোনের আয়োজনে "৬ষ্ঠ এনডিএফ বিডি চট্টগ্রাম বিভাগীয় বিতর্ক উৎসব, ২০২৫"।
"যুক্তি দিয়ে সিক্ত হোক মুক্তির এই মুগ্ধ সময়" স্লোগানে এই উৎসবটি চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীদের মাঝে যুক্তির আলো ছড়িয়ে দেয়া, তাদের যুক্তিবাদী, মেধাবী মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার ৮০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৫০০ জন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সংগঠক এই অভূতপূর্ব মিলন মেলায় অংশগ্রহণ করবেন।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম ডেপুটি...